ব্রাজিলিয়ান ফুটবলের দ্বিতীয় স্তরের দল আমেরিকানো-আরজে ও নাসিওল দে পাতোসের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ৪৯ বছর বয়সী মার্সেলিনিয়ো।
Published : 11 Feb 2025, 08:06 PM
সাধারণত একটি ফুটবল ক্লাবের কোচের দায়িত্ব সামলানোকেই মনে করা হয় খুব কঠিন কাজ। সেখানে বিরল ঘটনার জন্ম দিয়ে একসঙ্গে দুটি দলের দায়িত্ব নিয়েছেন সাবেক ব্রাজিলিয়ান মিডফিল্ডার মার্সেলিনিয়ো পারাইবা।
শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই ঘটেছে ব্রাজিলের ঘরোয়া ফুটবলে। ২৪ ঘণ্টার মধ্যে ব্রাজিলিয়ান ফুটবলের দ্বিতীয় স্তরের দুটি দল আমেরিকানো-আরজে ও নাসিওল দে পাতোসের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ৪৯ বছর বয়সী মার্সেলিনিয়ো।
এই ঘটনা সাড়া ফেলে দিয়েছে ব্রাজিলের সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকে ধারণা করছিলেন, হয়তো কোথাও ভুল হয়েছে। তবে ইএসপিএন এর প্রতিবেদনে বলা হয়েছে, দুটি ক্লাবের সঙ্গেই মার্সেলিনিয়োর চুক্তির বৈধতা পাওয়া গেছে।
ব্রাজিলের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্যে পারাইবানো চ্যাম্পিয়নশিপে বর্তমানে প্রথম ধাপের শেষ পর্যায়ে আছে নাসিওল দে পাতোস। অবনমন এড়াতে লড়ছে দলটি। তাদের সঙ্গে মার্সেলিনিয়ো চুক্তি স্থায়ী হবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। এই সময়ে কেবল তিনটি ম্যাচে দায়িত্ব পালন করবেন তিনি।
অন্যদিকে, আমেরিকানো-আরজের এখন বিরতি চলছে। আগামী মার্চের মাঝামাঝি প্রাক-মৌসুম প্রস্তুতিপর্ব শুরু করবে তারা। সাও পাওলো রাজ্যের কারিওকা আ-২ টুর্নামেন্ট মাঠে গড়াবে মে মাসে।
খেলোয়াড়ী জীবনে অসংখ্য ক্লাবে খেলা মার্সেলিনিয়ো ব্রাজিলের জার্সিতে খেলেন পাঁচ ম্যাচ। কোচিং ক্যারিয়ার শুরু করেন তিনি ২০২১ সালে। ছয়টি ক্লাবের দায়িত্ব পালনের পর এবার নতুন চ্যালেঞ্জ নিলেন তিনি।