ইন্টার মায়ামির জয় ছাপিয়ে আলোচনায় আর্জেন্টাইন মহাতারকার গোল উদযাপনের ধরন।
Published : 19 Jan 2025, 07:26 PM
নতুন বছরে প্রথমবার খেলতে নেমে গোলের দেখা পেয়েছেন লিওনেল মেসি। জয়ের স্বাদ পেয়েছে তার দল ইন্টার মায়ামিও। তবে সবকিছু ছাপিয়ে আলোচনায় আর্জেন্টাইন মহাতারকার গোল উদযাপনের ধরন।
প্রাক-মৌসুম প্রস্তুতিপর্বে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ সময় রোববার সকালে মেক্সিকোর দল ক্লাব আমেরিকাকে টাইব্রেকারে ৩-২ গোলে হারায় যুক্তরাষ্ট্রের দল মায়ামি। মূল ম্যাচ শেষ হয়েছিল ২-২ সমতায়।
লাস ভেগাসে ম্যাচের ৩১তম মিনিটে পিছিয়ে পড়ার দুই মিনিট পরই মায়ামিকে সমতায় ফেরান মেসি। লুইস সুয়ারেসের ক্রসে কাছ থেকে হেডে গোলটি করেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ড। এরপর সতীর্থদের সঙ্গে উদযাপন তো ছিলই, পরে এমনভাবে উদযাপন করেন তিনি, যেমনটা সচরাচর তাকে দেখা যায় না।
In love with this Messi celebration 🔥
Clearly reminding everyone that he’s still the Greatest Player of All Time 🐐pic.twitter.com/grtls7p8Cd
— Inter Miami News Hub (@Intermiamicfhub) January 19, 2025
মেক্সিকোর দলটির সমর্থকদের গ্যালারির দিকে তাকিয়ে প্রথমে দুই হাত উঁচিয়ে ধরেন তিনি, উল্টো ঘুরে নিজের জার্সি নাম্বারের দিকে ইশারা করার পর তিন আঙুল উঁচিয়ে ধরেন। আঙুল দিয়ে শূন্যের ইঙ্গিত করেন। অনেকের ধারণা, তিনি বোঝাতে চেয়েছেন যে, আর্জেন্টিনার তিনটি বিশ্বকাপ ট্রফি আছে, আর মেক্সিকোর শূন্য।
মূলত ম্যাচের শুরু থেকে মেসিকে দুয়ো দিচ্ছিল গ্যালারির একটা অংশ, যেখানে ছিল মেক্সিকোর দলটির সমর্থকরা। গোলের পর সেটিরই জবাব দেন রেকর্ড আটবারের ব্যালন দ’র জয়ী।
২০২২ কাতার বিশ্বকাপ থেকেই মেসি ও মেক্সিকানদের সম্পর্কটা ভালো নয়। ওই আসরে প্রথম ম্যাচে অপ্রত্যাশিতভাবে সৌদি আরবের বিপক্ষে হারের পর মেক্সিকো ম্যাচ আর্জেন্টিনার জন্য হয়ে উঠেছিল বাঁচা-মরার লড়াই। গোলশূন্য প্রথমার্ধের পর গোল করে দলকে এগিয়ে নেন মেসি। পরে এনসো ফের্নান্দেসের গোলে ২-০ ব্যবধানের জয় তুলে নেয় আর্জেন্টিনা। পরে ফাইনালে তারা ফ্রান্সকে হারিয়ে তৃতীয়বারের মতো হয় চ্যাম্পিয়ন, প্রথমবার বিশ্বকাপ জয়ের স্বাদ পান মেসি।