চ্যাম্পিয়ন্স লিগ
স্পেন ছেড়ে ইতালিতে পাড়ি জমালেও আগের কোনো কিছুই পরিবর্তন হওয়ার আশা করছেন না স্প্যানিশ স্ট্রাইকার।
Published : 04 Nov 2024, 07:02 PM
অতীতের অভিজ্ঞতা থেকে পরিস্থিতি অনুমান করতে পারছেন আলভারো মোরাতা। ধরেই নিয়েছেন রেয়াল মাদ্রিদের বিপক্ষে খেলার সময় সান্তিয়াগো বের্নাবেউয়ে দুয়ো শুনতে হবে তাকে। তবে এসবকে খুব একটা গুরুত্ব না দিয়ে এগিয়ে যেতে চান এসি মিলানের স্প্যানিশ ফরোয়ার্ড।
স্পেনে সময়টা দুর্বিষহ কাটছিল মোরাতার। মাঠে নামলেই শুনতে হচ্ছিল দুয়ো। এমনকি তার পরিবারকেও পড়তে হচ্ছিল রোষানলে। স্বদেশর ক্লাব আতলেতিকো মাদ্রিদ ছেড়ে চলতি মৌসুমে যোগ দিয়েছেন ইতালির ক্লাব এসি মিলানে।
দলের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে ফের স্পেনে আসতে হচ্ছে তাকে। আগামী মঙ্গলবার সান্তিয়াগো বের্নাবেউয়ে রেয়াল মাদ্রিদের মুখোমুখি হবে মিলান।
আতলেতিকোয় থাকার সময়ে বের্নাবেউয়ে কম দুয়ো শোনেননি মোরাতা। শুধু এই মাঠে নয়, স্পেনের বেশিরভাগ মাঠেই দর্শকদের রোষানলে পড়তে হতো তাকে। অতিষ্ঠ হয়ে এক সময় ফুটবল ছাড়ার কথাও ভেবেছিলেন তিনি। পাশাপাশি স্পেন ছেড়ে অন্য কোথাও থিতু হওয়ার চিন্তাও করেছিলেন মোরাতা।
ইউরোপ সেরার মঞ্চে খেলতে ফের স্পেনে ফেরার আগে পুরোনো তিক্ত স্মৃতি নিয়ে ‘দা আথলেতিক’-এর সঙ্গে কথা বলেন ৩২ বছর বয়সী ফুটবলার। বের্নাবেউয়ে দুয়ো না শুনলেই বরং অবাক হবেন তিনি।
“শেষ পর্যন্ত আমার মনে হয়, আতলেতিকোর সঙ্গে সেখানে (বের্নাবেউয়ে) যাওয়ার পর যেমন হতো, এখনও একই অবস্থা হবে। আমার মনে হয় না পরিস্থিতি খুব একটা বদলেছে। তবে আমি এ ব্যাপারে সচেতন। মনে হয়, তারা আমাকে এবং সব কিছুতে দুয়ো দেবে। এটা স্বাভাবিক।”