দলের লড়াকু মানসিকতায় খুশি ইউনাইটেড কোচ

ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে পিছিয়ে পড়ার পর জয়ের বিশ্বাসই পার্থক্য গড়ে দিয়েছে বলে বিশ্বাস এরিক টেন হাগের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 March 2023, 10:00 AM
Updated : 2 March 2023, 10:00 AM

লিগ কাপ জয়ের পর প্রথম ম্যাচেই ম্যানচেস্টার ইউনাইটেডকে পেয়ে বসেছিল হারের শঙ্কা। তবে পিছিয়ে পড়ার পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে এরিক টেন হাগের দল। শিষ্যদের হার না মানা মানসিকতায় খুব খুশি ইউনাইটেড কোচ। 

টেন হাগ বললেন, যে কোনো পরিস্থিতি থেকে তাদের জেতার বিশ্বাসটা ছিল এবং সেটা তার দল করে দেখিয়েছে। 

গত রোববার ছয় বছরের মধ্যে নিজেদের প্রথম শিরোপা জেতে ইউনাইটেড। ওই লিগ কাপে চ্যাম্পিয়ন হওয়ার উদযাপনটা তাই একটু বেশিই ছিল দলটির। তার প্রভাবেই কিনা, এফএ কাপে পঞ্চম রাউন্ডে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে শুরুতে চেনা ছন্দে দেখা যায়নি তাদের।

ওল্ড ট্র্যাফোর্ডে গত বুধবারের ম্যাচে ইউনাইটেডকে চমকে দিয়ে ৫৪তম মিনিটে এগিয়ে যায় ওয়েস্ট হ্যাম। ৭৭তম প্রতিপক্ষের আত্মঘাতী গোলে সমতায় ফেরে টেন হাগের দল। 

শেষ দিকে চেনা ছন্দে ফিরে ইউনাইটেড। ৯০তম মিনিটে তাদের এগিয়ে দেন আলেহান্দ্রো গার্নাচো। এরপর যোগ করা সময়ের পঞ্চম মিনিটে জালের দেখা পান ফ্রেদ, ৩-১ গোলে জেতে ম্যানচেস্টারের দলটি। 

ম্যাচের পর দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন টেন হাগ। আইটিভিকে সাবেক আয়াক্স কোচ বলেন, শেষ পর্যন্ত তাদের লড়ে যাওয়ার মানসিকতাই ব্যবধান গড়ে দিয়েছে। 

“এটা সহজ ছিল না, একটি কাপ জেতা এবং তা উদযাপনের পর কাজে ফেরা কখনোই সহজ নয়। আমাদের সামনে সেই চ্যালেঞ্জই ছিল, তবে আমরা ঠিকই জয়ের একটা উপায় খুঁজে বের করলাম।” 

“(যেকোনো পরিস্থিতিতে) জিততে যাচ্ছি, ছেলেদের এমন প্রাণোচ্ছলতা ও বিশ্বাস দেখানোটা দুর্দান্ত।”