ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ
স্পেনের বিপক্ষে ইউরোর কোয়ার্টার-ফাইনাল তার শেষ ম্যাচ হবে না বলে আশাবাদী অভিজ্ঞ জার্মান মিডফিল্ডার।
Published : 03 Jul 2024, 09:28 PM
জিতলে টিকে থাকবে শিরোপা জয়ের আশা। হারলে বিদায় নিতে হবে টুর্নামেন্ট থেকে, ইতি ঘটবে টনি ক্রুসের বর্ণাঢ্য ক্যারিয়ারেরও। তবে স্পেনের বিপক্ষে ইউরোর কোয়ার্টার-ফাইনালের আগে মোটেও স্মৃতিকাতরতা অনুভব করছেন না অভিজ্ঞ এই জার্মান মিডফিল্ডার। এটি তার শেষ ম্যাচ হবে না বলেও আশাবাদী তিনি।
ঘরের মাঠে চলমান ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী শুক্রবার স্পেনের মুখোমুখি হবে জার্মানি। প্রতিযোগিতাটির সফলতম দুই দলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়।
গত মাসে রেয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতে ক্লাব ক্যারিয়ারের ইতি টেনে দেন ক্রুস। ইউরোয় চোখ রেখে এই বছরে অবসর ভেঙে আন্তর্জাতিক ফুটবলে ফেরেন তিনি। এই টুর্নামেন্ট দিয়েই তিনি একেবারে বিদায় জানাবেন পেশাদার ফুটবলকে।
রেয়ালের হয়ে সম্ভাব্য সব শিরোপাই জিতেছেন তিনি। জাতীয় দলের হয়ে জিতেছেন ২০১৪ বিশ্বকাপ। ইউরোর ট্রফিটাই শুধু জেতা হয়নি এখনও। বুধবার সংবাদ সম্মেলেন ৩৪ বছর বয়সী তারকা বললেন, জিততে পারলে তার জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে এই ট্রফি।
“এটি দ্বিতীয় গুরুত্বপূর্ণ শিরোপা, যা জিততে পারি এবং আমার জন্য তা অনেক গুরুত্বপূর্ণ হবে। আমি যদি জাতীয় দলের সঙ্গে এটি জয়ের সুযোগ না দেখতাম, তাহলে (অবসর ভেঙে) ফিরতাম না।”
স্পেনের বিপক্ষে দল তো হারতেও পারে, এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, “অসাধারণ বিদায় হবে (ট্রফি জিততে পারলে), তবে আমি এটি না হওয়ার সম্ভাবনাও বিবেচনা করেছি। আমি মোটেও নস্টালজিক নই এবং আপনাদের (সাংবাদিকদের) জন্যও কোনো উপহার নিয়ে আসিনি। আশা করি না যে আগামীকাল আমার শেষ ম্যাচ হবে, তাই আমি ধরে নিচ্ছি, আমরা আবার একে অপরকে দেখতে পাব।”
গত দুটি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া জার্মানি ১০ বছরের মধ্যে প্রথম বড় শিরোপার খোঁজে আছে। ১৯৮৮ সালের ইউরোর পর কোনো টুর্নামেন্টে স্পেনকে হারাতে পারেনি তারা।