ফ্রান্সের অভিজ্ঞ এই ডিফেন্ডারের সঙ্গে সেরি আ ক্লাবটির চুক্তি হয়েছে পাঁচ বছরের, খবর ইতালিয়ান সংবাদমাধ্যমের।
Published : 31 Aug 2023, 05:01 PM
গ্রীষ্মের দলবদলের শেষের দিকে এসে ঠিকানা বদল করলেন বাঁজামাঁ পাভার্দ। বায়ার্ন মিউনিখ ছেড়ে যোগ দিয়েছেন ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানে।
বিবৃতি দিয়ে দুই ক্লাবই গত বুধবার বিষয়টি জানিয়েছে। বিশ্বকাপ জয়ী এই ডিফেন্ডারের ট্রান্সফার ফি বা চুক্তির মেয়াদ সম্পর্কে কিছু বলা হয়নি।
তবে ইতালিয়ান সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পাঁচ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ২৭ বছর বয়সী পাভার্দ। আর তাকে দলে ভেড়াতে সেরি আ ক্লাবটি গুনেছে ৩ কোটি ২০ লাখ ইউরো।
২০১৯ সালে বায়ার্নে যোগ দেন পাভার্দ। ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে খেলেছেন ১৬৩টি। জিতেছেন চারটি বুন্ডেসলিগা, একটি চ্যাম্পিয়ন্স লিগ সহ আরও কয়েকটি শিরোপা।
২০১৮ সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতেন পাভার্দ।
চলতি মৌসুমে সেরি আয় নিজেদের প্রথম দুই ম্যাচেই জিতেছে ইন্টার। দলটির পরের ম্যাচ লিগে আগামী রোববার, প্রতিপক্ষ ফিওরেন্তিনা।