ফুটবলারদের ভোটে বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টার সিটির ফিল ফোডেন, সেরা তরুণ ফুটবলার হয়েছেন চেলসির কোল পালমার।
Published : 21 Aug 2024, 10:11 AM
নতুন মৌসুমের শুরুর দিকে গত মৌসুমের অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন ফিল ফোডেন। ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার জিতেছেন প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশনের (পিএফএ) বর্ষসেরা ফুটবলারের খেতাব। মেয়েদের সেরা হয়েছেন সিটিরই ফরোয়ার্ড খাদিজা শ।
পিএফএ অ্যাওয়ার্ড ডিনার আয়োজনে মঙ্গলবার রাতে ঘোষণা করা হয় বিজয়ীদের নাম। ফোডেন প্রতিক্রিয়ায় বলেন, এই অর্জন তার কাছে বিশেষ কিছু।
গত মৌসুমের পারফরম্যান্সের জন্য দুজনেরই এটা জোড়া স্বীকৃতি। এর আগে ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের বর্ষসেরাও হয়েছিল এই দুজনই।
গত মৌসুমে ম্যানচেস্টার সিটির রেকর্ড টানা চতুর্থ প্রিমিয়ার লিগ জয়ে দারুণ অবদান ছিল ফোডেনের। মৌসুমজুড়ে দুর্দান্ত পারফর্ম করেছেন ২৪ বছর বয়সী ফুটবলার। সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচে ২৭ গোল করেছিলেন তিনি। বক্সের বাইরে থেকে আচমকা শটে গোল করার ক্ষেত্রে তিনি হয়ে উঠেছিলেন প্রতিপক্ষের আতঙ্ক।
প্রিমিয়ার লিগ জেতা ছাড়াও গত মৌসুমে উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ জিতেছিল সিটি। এফএ কাপে হয়েছিল রানার্স আপ। সব টুর্নামেন্টেই উজ্জ্বল ছিলেন ফোডেন।
২০২১ ও ২০২২ সালে পিএফএ ইয়াং প্লেয়ার অব দা ইয়ার হয়েছিলেন ফোডেন। সেখান থেকে দ্রুতই জিতে নিলেন মূল পুরস্কার।
এই নিয়ে গত পাঁচ মৌসুমের মধ্যে চারবারই পিএফএ সেরা হলেন সিটির ফুটবলার। ২০২০ ও ২০২১ সালে জিতেছেন কেভিন ডে ব্রুইনে, গত বছর আর্লিং হলান্ড।
এবার সেরার লড়াইয়ে ফোডেন পেছনে ফেলেছেন সতীর্থ হলান্ড ও রদ্রি, চেলসির কোল পালমার, আর্সেনালের মার্টিন ওডেগোর ও অ্যাস্টন ভিলার অলি ওয়াটকিন্সকে।
সেরার স্বীকৃতি পেয়ে উচ্ছ্বাসটা ফুটে উঠল ফোডেনের কণ্ঠেই।
“এই পুরস্কার জয় করা আমার কাছে স্পেশাল কিছু এবং এজন্য আমি গর্বিত ও কৃতজ্ঞ। সহকর্মীদের ভোটে এই ধরনের স্বীকৃতি পাওয়ার মানে সবকিছুই পেয়ে যাওয়া এবং আমাকে ভোট দেওয়া সবাইকে ধন্যবাদ জানাই।”
“বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই পেপকে (কোচ গুয়ার্দিওলা), সিটির সব কোচ ও আমার সতীর্থদের, যারা আমাকে সহায়তা করছেন প্রতিদিনই আরও ভালো হয়ে উঠতে।”
সেরা তরুণ ফুটবলারের পুরস্কার জিতেছেন কোল পালমার। সিটি ছেড়ে চেলসিতে আসা ২২ বছর বয়সী উইঙ্গার প্রিমিয়ার লিগে গত মৌসুমে করেছেন ৩৪ ম্যাচে ২২ গোল। সব প্রতিযোগিতা মিলিয়ে ২৭ গোল করার পাশাপাশি ১৫টি গোল সহায়তা করেন তিনি। গত মৌসুমে জাতীয় দলেও জায়গা করে নেন তিনি। ইউরোর ফাইনালে ইংল্যান্ড হারলেও গোল দারুণ এক গোল করেছিলেন প্রতিভাবান এই ফুটবলার।
মেয়েদের সেরার স্বীকৃতি পাওয়া খাদিশা শ উইমেন’স সুপার লিগে গত মৌসুমে সিটির হয়ে করেছেন ২১ গোল। সর্বোচ্চ গোলস্কোরারের তালিকায় নিকটতম প্রতিদ্বন্দ্বির চেয়ে ৮ গোল এগিয়ে ছিলেন এই জ্যামাইকান ফরোয়ার্ড। মেয়েদের সেরা তরুণ ফুটবলার হয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে টটেনহাম হটস্পারে এসে অসাধারণ পারফর্ম করা গ্রেস ক্লিন্টন।