ইংলিশ ফুটবল
নতুন কোচের কোচিং স্টাফে জায়গা না পেয়ে ওল্ড ট্র্যাফোর্ড ছেড়ে গেছেন রুড ফন নিস্টলরয়।
Published : 12 Nov 2024, 12:38 AM
ম্যানচেস্টার ইউনাইটেড অধ্যায় শেষ হয়ে গেছে রুড ফন নিস্টলরয়ের। নতুন কোচ হুবেন আমুরির কোচিং স্টাফে জায়গা না পেয়ে ওল্ড ট্র্যাফোর্ড ছেড়ে গেছেন ক্লাবের সাবেক এই স্ট্রাইকার।
পর্তুগিজ কোচ আমুরি ইউনাইটেডে পা রাখেন সোমবার। একই দিন ফন নিস্টলরয়ের বিদায়ের ঘোষণা দিয়েছে প্রিমিয়ার লিগের সফলতম দলটি।
গত জুলাইয়ে সহকারী কোচ হিসেবে দুই বছরের চুক্তিতে ইউনাইটেডে যোগ দেন ফন নিস্টলরয়। দলের টানা বাজে পারফরম্যান্সে গত মাসের শেষ দিকে প্রধান কোচ এরিক টেন হাগকে বরখাস্ত করে ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব দেওয়া হয় তাকে।
তার কোচিংয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে চার ম্যাচের (তিন জয়, এক ড্র) সবগুলোতে অপরাজিত থাকে ইউনাইটেড। রোববার লিগে লেস্টার সিটিকে হারায় তারা ৩-০ গোলে।
৪৮ বছর বয়সী ফন নিস্টলরয় বেশ কয়েকবার বলেছিলেন, আমুরি দায়িত্ব নেওয়ার পরও যেকোনো ভূমিকায় ক্লাবে থাকতে প্রস্তুত তিনি। তার সেই চাওয়া পূর্ণ হলো না।
ফন নিস্টলরয়কে সম্মান করলেও, নিজের আগের ক্লাব স্পোর্তিং লিসবনের সহকারীদের নিয়েই নতুন ক্লাবে কাজ করতে চান আমুরি।
খেলোয়াড় হিসেবে ইউনাইটেডে পাঁচ মৌসুমে ২১৯ ম্যাচে ১৫০ গোল করেন ফন নিস্টলরয়।