ইংলিশ ফুটবল
ঘুরে দাঁড়ানোর সামর্থ্য তার দলের আছে বলে মনে করছেন এরিক টেন হাগ।
Published : 02 Oct 2024, 06:34 PM
ব্যর্থতার গণ্ডি ভেঙে কিছুতেই বের হতে পারছে না ম্যানচেস্টার ইউনাইটেড। একের পর এক হোঁচটে কেবল পেছন পানেই যেন ছুটছে তারা। তবে এতে দলটির কোচ এরিক টেন হাগ আতঙ্কিত হওয়ার কোনো কারণ দেখছেন না। তার বিশ্বাস, সামনে অবশ্যই সাফল্য ধরা দেবে।
২০২৩-২৪ মৌসুমে ক্লাবের ইতিহাসে প্রিমিয়ার লিগে সবচেয়ে বাজে সময় কাটায় ইউনাইটেড, অষ্টম হয়ে শেষ করে আসর। এবারও নেই উন্নতির আভাস; লিগে ৬ ম্যাচে জয় স্রেফ দুটি। সঙ্গে এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে তারা আছে ১৩ নম্বরে।
সব প্রতিযোগিতা মিলিয়ে এবার এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে দলটি জয় পেয়েছে কেবল তিনটিতে। মৌসুমের শুরুতে প্রিমিয়ার লিগের সফলতম দলটির এমন পারফরম্যান্সে স্বাভাবিকভাবেই উঠছে নানা প্রশ্ন, ধেয়ে আসছে তীব্র সমালোচনা।
এসবে অবশ্য কান দিচ্ছেন না টেন হাগ। স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বললেন, দলের ওপর অগাধ আস্থা আছে তার। ঘুরে দাঁড়িয়ে তার দল সব কিছুর জবাব দিতে সক্ষম বলেও আশাবাদী এই ডাচ কোচ।
“এই মৌসুম থেকে আমরা সাফল্য পেতে যাচ্ছি। কোনো কিছুই সহজ নয়, তবে এটা (মৌসুম শুরুর পারফরম্যান্স) নিয়ে আমার আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা (সমস্যাগুলোর) সমাধান করতে পারি, এই দলের এসব সমাধান করার সামর্থ্য আছে।”
ইউনাইটেডের পরের ম্যাচে ইউরোপা লিগে। বৃহস্পতিবার পর্তুগালের ক্লাব পোর্তোর মুখোমুখি হবে তারা।