স্প্যানিশ ফুটবল
পারফরম্যান্স দিয়েই খেলোয়াড়দের পরিস্থিতি পাল্টে দেওয়ার তাগিদ দিলেন রেয়াল মাদ্রিদ কোচ।
Published : 08 Nov 2024, 07:31 PM
হঠাৎ করেই পথ হারিয়ে ফেলেছে রেয়াল মাদ্রিদ। সবশেষ দুই ম্যাচে তারা রীতিমতো বিধ্বস্ত হয়েছে নিজেদের আঙিনায়। কার্লো আনচেলত্তি বলছেন, তারা সমস্যার সমাধান খুঁজে পেয়েছেন। মাঠে পারফরম্যান্স দিয়েই খেলোয়াড়দের পরিস্থিতি পাল্টে দেওয়ার তাগিদ দিলেন রেয়াল মাদ্রিদ কোচ।
গত ২৬ অক্টোবর লা লিগায় বার্সেলোনার কাছে নিজেদের মাঠে ৪-০ গোলে হেরে লিগে ৪২ ম্যাচের অপরাজেয় যাত্রা থামে রেয়ালের। এরপর গ্যালারি ভরা সমর্থকদের সামনেই গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে এসি মিলানের বিপক্ষে ৩-১ গোলে হেরে যায় ইউরোপের সফলতম দলটি।
টানা দুই হারের পর সান্তিয়াগো বের্নাবেউয়েই শনিবার লিগে ম্যাচে ওসাসুনার মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়নরা। আগের দিন সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে বিচার-বিশ্লেষণের পর সমস্যাটা ধরতে পেরেছেন তারা।
“হ্যাঁ, অবশ্যই আমরা কথা বলেছি, পরিস্থিতি বিশ্লেষণ করেছি। মনে হয়, আমরা সমাধান খুঁজে পেয়েছি, তবে অনুশীলনে তা দেখাতে হবে। দলকে ঐক্যবদ্ধ, অনুপ্রাণিত দেখছি। আমরা সঠিক সমাধান খুঁজে পেয়েছি। তবে, আমরা সঠিকভাবে কাজ করছি কি-না, তা দেখার জন্য আমাদের আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।”
“(খেলোয়াড়রা) ভাবছে কিভাবে আমরা সবকিছু পাল্টে দিতে পারি। তবে শুধু কথা নয়, আমাদের সেই অনুযায়ী কাজ করতে হবে। আমি কথা বলতে পারি, কিন্তু যা করা দরকার তা হলো পরিস্থিতি পাল্টে দেওয়া। আমার কথা হাওয়ায় হারিয়ে যাবে, কিন্তু আগামীকালের পারফরম্যান্স রয়ে যাবে।”
লিগ শিরোপা ধরে রাখার অভিযানে ১১ ম্যাচে সাত জয় ও তিন ড্রয়ে ২৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রেয়াল। শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে তারা পিছিয়ে আছে ৯ পয়েন্টে। কাতালান দলটি অবশ্য এক ম্যাচ বেশি খেলেছে।