স্প্যানিশ ফুটবল
কাজটা কঠিন হবে মনে করলেও নিজেদের সামর্থ্যে আস্থা রাখছেন জিরোনা কোচ মিচেল।
Published : 14 Sep 2024, 08:29 PM
লা লিগায় গত মৌসুমে বার্সেলোনার বিপক্ষে দুবারের দেখাতেই জয়ের স্বাদ পেয়েছিল জিরোনা। এই মৌসুমেও কাতালান দলটিকে হারাতে আত্মবিশ্বাসী জিরোনা কোচ মিচেল। কাজটা কঠিন হবে মনে করলেও নিজেদের সামর্থ্যে আস্থা রাখছেন তিনি।
গত মৌসুমে চমক জাগানিয়া পারফরম্যান্সে অনেকটা সময় লা লিগার শীর্ষে ছিল জিরোনা। তাদের শিরোপা জয়ের সম্ভাবনাও দেখেছিল অনেকে। শেষ পর্যন্ত অবশ্য তৃতীয় হয় তারা।
সেবার প্রথম দেখায় বার্সেলোনার মাঠে ৪-২ গোলে জিতেছিল জিরোনা। ফিরতি লেগে ঘরের মাঠেও একই ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছিল তারা। সেই মাঠেই রোববার লিগে আবার দেখা হচ্ছে দুই দলের।
আগের দিন সংবাদ সম্মেলনে গত মৌসুমের জয়ের পুনরাবৃত্তির প্রশ্নে জিরোনা কোচ বললেন, জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবেন তারা।
“খুব কঠিন হবে, তবে অবশ্যই আমি বিশ্বাস করি আমরা (জয়ের) পুনরাবৃত্তি করতে পারব। আমি নিশ্চিত যে, আমরা দারুণ একটি ম্যাচ খেলব। আমরা প্রতিদ্বন্দ্বিতা করব এবং বার্সেলোনা ভুগবে, তবে আমাদেরও কঠিন অবস্থার মুখোমুখি হতে হবে।”
গত মৌসুম শিরোপাহীন কাটানো বার্সেলোনা এই মৌসুমে নতুন কোচ হান্সি ফ্লিকের কোচিংয়ে দারুণ শুরু করেছে। লিগে প্রথম চার ম্যাচের সবগুলো জিতে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। সমান ম্যাচে ২ জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে পাঁচে আছে জিরোনা।
মিচেলও মানছেন, এই বার্সেলোনা ভিন্ন দল। প্রতিপক্ষকে তাই যথেষ্ট সমীহ করছেন তিনি।
“আমি গত মৌসুমের ম্যাচ এবার দেখিনি। বার্সেলোনা এখন ভিন্ন দল, বার্সেলোনা শীর্ষে রয়েছে এবং তাদেরকে সম্মান করতে হবে আমাদের।”