এশিয়ান কাপ বাছাই
আগামী জুনে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের হোম ম্যাচে খেলার আশাবাদ জানিয়েছেন শেফিল্ড ইউনাইটেডের এই ডিফেন্সিভ মিডফিল্ডার।
Published : 27 Mar 2025, 11:12 PM
বাংলাদেশের জার্সিতে অভিষেকের আনন্দ নিয়ে ইংল্যান্ডের উদ্দেশ্যে উড়াল দিয়েছেন হামজা চৌধুরী। তবে যাওয়ার আগে উচ্ছ্বাসভরা কণ্ঠে বলে গেলেন, লাল-সবুজের হয়ে খেলার অনুভূতি। আগামী জুনে ফেরার আশাবাদও জানালেন শেফিল্ড ইউনাইটেডে খেলা এই ডিফেন্সিভ মিডফিল্ডার।
এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডে মঙ্গলবার ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলে অভিষেক হয় হামজার। জয়ের আনন্দ সঙ্গী না হলেও তিনি ম্যাচে আলো ছড়ান।
শিলং থেকে বুধবার দেশে ফেরার পর বৃহস্পতিবার ইংল্যান্ডের উদ্দেশে রওনা দেন হাজমা। যাওয়ার আগে তার ইচ্ছার কথা বাফুফে জানিয়েছে তাদের অফিসিয়াল ফেইসবুক পেজে।
“আমি বোঝাতে পারব না, আমার কাছে এর অনুভূতিটা কেমন ছিল। সবাইকে ধন্যবাদ, ইনশাল্লাহ আমি জুনে আবার ফিরে আসব। আমার সুস্বাস্থ্যের জন্য দোয়া করবেন। জুনে বড় দুটি ম্যাচের সময় আবার দেখা হবে।”
আগামী ১০ জুনে বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিজেদের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ।