ক্রিস্তিয়ানো রোনালদোর সমালোচনাকে সেভাবে গুরুত্ব দিচ্ছেন না ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হাগ।
Published : 13 Sep 2024, 01:09 PM
ম্যানচেস্টার ইউনাইটেড নিয়ে ক্রিস্তিয়ানো রোনালদোর ভাবনা, তার পরামর্শ ও সমালোচনা, এসবকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না এরিক টেন হাগ। ম্যানচেস্টার ইউনাইটেড কোচের মতে, ক্লাব থেকে অনেক দূরে থাকা একজন তার নিজস্ব মতামত দিতেই পারে।
টেন হাগের সঙ্গে শীতল সম্পর্ক ও মতবিরোধের জের ধরেই ইউনাইটেডে রোনালদোর দ্বিতীয় অধ্যায় শেষ হয়। পরে ইউরোপিয়ান ফুটবল ছেড়ে পর্তুগিজ তারকা পাড়ি জমান সৌদি আরবের ক্লাব আল নাস্রে।
আরেক ইউনাইটেড কিংবদিন্ত রিও ফার্ডিনান্ডের সঞ্চালনায় একটি পডকাস্ট-এ রোনালদো সম্প্রতি বেশ কিছু পর্যবেক্ষণের কথা জানান এই ক্লাব নিয়ে। অনেক বছর ধরেই ধুঁকতে থাকা ক্লাবটিকে গুছিয়ে নিতে পুরোপুরি পুনর্গঠনের পরামর্শ দেন তিনি।
ইউনাইটেড এখন প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের মতো অবস্থায় নেই বলে টেন হাগ যে মন্তব্য করেছেন, সেটিরও সমালোচনা করেন রোনালদো। তার মতে, একজন কোচ এটা ভেতরে ভেতরে অনুভব করলেও কখনও প্রকাশ্যে বলা উচিত নয়। এছাড়াও আরও কিছু মন্তব্য করেন ইউনাইটেডের জার্সিতে প্রায় সাড়ে তিনশ ম্যাচ খেলা এই তারকা।
সেই প্রসঙ্গে এবার টেন হাগ বললেন, রোনালদোর কথায় মোটেও ভাবিত নন তিনি।
“সে এটা বলেছে; ম্যানচেস্টার ইউনাইটেড প্রিমিয়ার লিগ জিততে পারবে না। সে এটা বলেছে, লেখাটা ভালো করে পড়লে আপনি জানতে পারবেন। সে এখন অনেক দূরে সৌদিতে আছে। ম্যানচেস্টার থেকে অনেক দূরে।”
“যে কেউ নিজের মতামত জানাতে পারে। সবারই সেই অধিকার আছে। সমস্যা নেই।”
রোনালদোর কাছ থেকেই শুধু নয়, টেন হাগের দিকে সমালোচনার তির ছুটে আসছে নানা দিক থেকেই। তার কোচিংয়ের ধরন ও ক্লাবের পারফরম্যান্স নিয়ে প্রবল সমালোচনা থাকলেও মৌসুম শুরুর আগে ডাচ এই কোচের সঙ্গে চুক্তির মেয়াদ ২০২৬ পর্যন্ত বাড়িয়েছে ইউনাইটেড। কিন্তু নতুন মৌসুমের শুরুতেও প্রিমিয়ার লিগে তিন ম্যাচের দুটিতে হেরে গেছে তারা। ক্লাবের প্রধান নির্বাহী ওমার বেরাদা ও ক্রীড়া পরিচালক ড্যান অ্যাশওর্থ যদিও প্রকাশ্যে কোচকে সমর্থন জুগিয়েছেন। তবে কোচকে সরিয়ে দেওয়ার দাবিও জোরাল হচ্ছে ক্রমেই।
টেন হাগ যদিও এসবকেও পাত্তা দিচ্ছেন না বলে দাবি করছেন। তবে দ্রুত জয়ে ফিরতে হবে, এই বাস্তবতা তিনি জানেন।
“এসব (সমালোচনা) আমাকে প্রভাবিত করে না। প্রক্রিয়াটা আমি জানি যে, আমরা কোথায় আছি, কোন পথে এগোচ্ছি। এই পালাবদলের সময়টায় অনেক তরুণ ফুটবলারকে দলে সমন্বিত করতে হবে আমাদের। চোটাক্রান্ত ফুটবলারদের দলে ফেরাতে হবে আমাদের।”
“অজুহাত নিয়ে কেউ ভাবার আগে আমাদের ম্যাচ জিততে হবে, সেটা জানি। দলও তা জানে। আমরা প্রতিটি ম্যাচে মনোযোগ রাখছি এবং জয়ের মানসিকতা আছে আমাদের।”
আন্তর্জাতিক ম্যাচের বিরতি শেষে প্রিমিয়ার লিগে শনিবার সাউথ্যাম্পটনের মুখোমুখি হবে টেন হাগের দল।