ইংলিশ ফুটবল
সমর্থকদের শঙ্কা আগামী পাঁচ বছর ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড় কেনায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে নতুন স্টেডিয়ামে ক্লাবটির বিনিয়োগ।
Published : 12 Mar 2025, 06:06 PM
ওল্ড ট্র্যাফোর্ড সংস্কার না করে ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনায় নানা শঙ্কা দেখছেন বিশ্লেষক ও ক্লাবটির সমর্থকরা। ইউনাইটেডের প্রধান নির্বাহী ওমার বেররাদাও স্বীকার করেছেন, এতো বড় প্রকল্পে কিছু ঝুঁকি আছেই।
ইংলিশ প্রিমিয়ার লিগের সফলতম দলটি এবারের আসরে ১৪ নম্বরে আছে। গত মৌসুম তারা শেষ করেছিল ৯ নম্বরে থেকে। এবার তারা অবকাঠামো উন্নয়ন এবং মাঠের লক্ষ্য পূরণের ভারসাম্য রক্ষার জটিল পরিস্থিতি সামাল দেওয়ার চ্যালেঞ্জের মুখে পড়েছে।
নতুন স্টেডিয়ামের ধারণামূলক ছবি প্রকাশের সময় গত মঙ্গলবার এই চ্যালেঞ্জের কথা স্বীকার করেন বেররাদা।
“এটা একটা ঝুঁকি। নিশ্চিতভাবেই আমরা সেটা এড়াতে চাই। স্কোয়াডে নতুন শক্তি যোগ করতে যে বিনিয়োগ দরকার, নিজেদের সেই সামর্থ্যকে আমরা বাধাগ্রস্ত করতে চাই না। নতুন স্টেডিয়াম নির্মাণের পাশপাশি এই সময়ও আমরা প্রতিদ্বন্দ্বিতামূলক থাকতে চাই।”
ওল্ড ট্র্যাফোর্ডের কাছেই দুইশ কোটি ডলার বিনিয়োগে এক লাখ দর্শক ধারণ ক্ষমতাসম্পন্ন নতুন স্টেডিয়াম নির্মাণ করতে চায় ইউনাইটেড। যুক্তরাজ্যের সবচেয়ে বড় স্টেডয়াম নিমার্ণের সময়টায় দলের শক্তি যেন অটুট থাকে, তার জন্য প্রয়োজনীয় সব কিছু করার কথা বললেন বেররাদা।
“এর জন্য অনেক উপায় আছে। এর একটা যেমন, আমরা নির্মাণের সময়টা কমিয়ে আনতে চাই। যেন পাঁচ বছরের মধ্যে নতুন স্টেডিয়াম পেতে পারি, এটাই আমাদের লক্ষ্য।”