চ্যাম্পিয়ন্স লিগ
দ্বিতীয় জয়ে চ্যাম্পিয়ন্স লিগে আপাতত ২৪ নম্বরে আছে ফরাসি চ্যাম্পিয়নরা।
Published : 11 Dec 2024, 03:22 PM
নক আউট পর্বে যাওয়ার ভাগ্য এখনও নিজেদের হাতে নেই। তাই সালসবুর্ককে হারিয়ে উচ্ছ্বাসে ভেসে যাওয়ার কিছু দেখছেন না লুইস এনরিকে। খেলায় উন্নতি না করলে প্রাথমিক পর্যায়েই চ্যাম্পিয়ন্স লিগ শেষ হয়ে যেতে পারে বলে খেলোয়াড়দের সাবধান করে দিয়েছেন পিএসজি কোচ।
চ্যাম্পিয়ন্স লিগের প্রাথমিক ধাপের ষষ্ঠ রাউন্ডে মঙ্গলবার রাতে ৩-০ গোলে জিতেছে ফরাসি চ্যাম্পিয়নরা।
জয় দিয়ে আসর শুরু করে তিন হার, এক ড্রয়ে খাদের কিনারায় চলে যায় পিএসজি। সালসবুর্কের বিপক্ষে জয়ে আপাতত ৭ পয়েন্ট নিয়ে ২৪ নম্বরে আছে পিএসজি। পেছনে থাকা কয়েকটি দলের সামনে সুযোগ আছে তাদের টপকে যাওয়ার।
আতলেতিকো মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ ও আর্সেনালের বিপক্ষে হারের তেতো স্বাদ পাওয়া এনরিকে ভালো করেই জানেন সমীকরণ। তাই বাস্তবতা মনে করিয়ে তিনি দিলেন উন্নতির তাগিদ।
“ফুটবল বেশ অন্যায্য একটি খেলা। পয়েন্ট টেবিল খুব আঁটসাঁট। এক গোলও পার্থক্য গড়ে দিতে পারে। আমাদের সামনে এখনও দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ আছে। আমরা এখনও ছিটকে যেতে পারি।”
“এটা পিএসভি (আইন্দহোভেন) বা আতলেতিকো মাদ্রিদ ম্যাচের চেয়ে ভালো কিছু ছিল না। বরং আমি বলতে পারি, আরও খারাপ ছিল। তবে এটাই ফুটবল, আমরা জানি আমাদের উন্নতি করতে হবে এবং স্কোয়াডে অনেক পরিবর্তন হয়নি। আমাদের পয়েন্ট প্রয়োজন, আমরা পরবর্তী ম্যাচগুলো জেতার চেষ্টা করব।”
চ্যাম্পিয়ন্স লিগে পরের ম্যাচে আগামী ২২ জানুয়ারি ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে পিএসজি। এর সাত দিন পর তারা খেলবে ভিএফবি স্টুটগার্টের বিপক্ষে।
“যে পয়েন্ট আমাদের থাকা উচিত ছিল, তা নেই। আজ গোল করা গুরুত্বপূর্ণ ছিল, কারণ এক গোলের জন্যও আপনি চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিতে পারেন। আমাদের ম্যাচ ধরে ধরে এগোতে হবে, সামনে এখন সিটি।”