ইংলিশ ফুটবল
চেলসির সাম্প্রতিক পারফরম্যান্স হতাশাজনক হলেও কোচকে বরখাস্ত করা হবে না বলে নিশ্চিত করলেন ক্লাবের পরিচালক।
Published : 21 Feb 2025, 10:58 AM
মধুচন্দ্রিমার সময়টা শেষ। এন্টসো মারেস্কা এখন টের পাচ্ছেন নানা টানাপোড়েনের উত্তাপ। একের পর এক ম্যাচে হতাশ করে চলেছে চেলসি। আঙুল উঠতে শুরু করেছে কোচের দিকে। এমন দুঃসময়ে তার জন্য স্বস্তির পরশ হয়ে এলো ক্লাবের পরিচালক জোনাথন গোলস্টেইনের মন্তব্য। তিনি নিশ্চিত করলেন, চেলসির দায়িত্ব থেকে বরখাস্ত করা হবে না ইতালিয়ান এই কোচকে।
লেস্টার সিটি থেকে গত জুলাইয়ে চেলসির কোচের দায়িত্ব নেন মারেস্কা। পশ্চিম লন্ডনের ক্লাবটির সঙ্গে তার চুক্তি পাঁচ বছরের, যা আরও এক বছর বাড়ানোর সুযোগ আছে।
নতুন দায়িত্বে প্রথম কয়েক মাস তার জন্য ছিল দারুণ। লিভারপুর ও আর্সেনালের সঙ্গে শিরোপার লড়াইয়ে ছিল চেলসি। বড়দিনের আগে পয়েন্ট তালিকায় তারা ছিল দুই নম্বরে।
তবে ডিসেম্বরের মাঝামাঝি ব্রেন্টফোর্ডকে হারানোর পর থেকে ভাটার টান দেখা যায় তাদের পারফরম্যান্সে। ১৫ ডিসেম্বরের পর লিগের ৯ ম্যাচে তাদের জয় স্রেফ ২টি। পয়েন্ট তালিকায় তারা নেমে গেছে ছয় নম্বরে।
সবশেষ ম্যাচে ব্রাইটনের কাছে ৩-০ গোলে উড়ে যাওয়ার পর থেকে প্রবল সমালোচনার মধ্যে আছেন কোচ মারেস্কা। ক্লাবে তার ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা চলছে ব্রিটিশ সংবাদমাধ্যমে।
তবে চেলসির পরিচালক গোল্ডস্টেইন ব্লুমবার্গ টিভিকে বললেন, মারেস্কার ওপর তাদের সবটুকু আস্থা এখনও অটুট।
“সে (মারেস্কা) দারুণ কাজ করছে। মৌসুমের শুরুটা চেলসি দারুণ করেছে। গত ছয় সপ্তাহে অবশ্য নিজেদের পা আরেকটু শক্ত করে খুঁজে পাওয়ার ব্যাপার ছিল। তবে এটা নিয়ে কোনো সংশয় নেই যে, দলকে এক সুতোয় গাঁথা ও প্রতিভাগুলোকে একসঙ্গে তুলে ধরার ক্ষেত্রে এন্টসো দুর্দান্ত কাজ করছে।”
মৌসুমের বাকি সময়টাতেও মারেস্কা দায়িত্বে থাকবেন কি না, জিজ্ঞেস করা হলে চেলসির পরিচালকের সরাসরি উত্তর, ‘১০০ ভাগ।’
মৌসুমের শুরুতে যখন ভালো করছিল চেলসি, তখনও অবশ্য মারেস্কা বারবারই বলেছেন, তার দল এখনও শিরোপা লড়াইয়ের জন্য তৈরি নয়। তার লক্ষ্য বরং শীর্ষ চারে থেকে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়া।
সেই অভিযানে মহাগুরুত্বপূর্ণ একটি ম্যাচ তাদের সামনে। শনিবার মারেস্কার দল খেলবে অ্যাস্টন ভিলার মাঠে।