ইংলিশ ফুটবল
পরে ছাড়া পান ইংলিশ ক্লাবটির এই পর্তুগিজ মিডফিল্ডার।
Published : 02 Oct 2024, 09:00 PM
মোবাইল ফোন চুরির অভিযোগে ম্যানচেস্টার সিটির পর্তুগিজ মিডফিল্ডার মাথেউস নুনেসকে গত মাসে গ্রেপ্তার করেছিল স্প্যানিশ পুলিশ। জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয় তাকে।
এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল মুন্দো।’ বুধবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে তাদের।
এল মুন্দোর খবর অনুযায়ী, মাদ্রিদের একটি নাইট ক্লাবে ৫৪ বছর বয়সী এক ব্যক্তির হাত থেকে জোর করে একটি দামি ফোন কেড়ে নেন নুনেস। ওই ব্যক্তি অনুমতি না নিয়েই বাথরুমে তার ছবি তুলেছিল বলে ধারণা ২৬ বছর বয়সী এই ফুটবলারের।
গ্রেপ্তারের বিষয়ে প্রশ্নে মাদ্রিদ পুলিশের একজন মুখপাত্র বলেন, নাইট ক্লাবে ফোন ডাকাতির অভিযোগে এক পর্তুগিজ নাগরিককে ৪ সেপ্টেম্বর সকালে গ্রেপ্তার করা হয়েছিল। থানায় জিজ্ঞাসাবাদের পর ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়। এই মামলার বিচারকাজ শুরু হবে পরে।
পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে যে, গ্রেপ্তার হওয়া ব্যক্তি ছিলেন নুনেস। ফোনটির মূল্য ৩০০ ইউরো ছাড়িয়ে যাওয়ায় মামলাটিকে চুরি নয়, ডাকাতি হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এ বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিক সাড়া দেননি নুনেসের একজন মুখপাত্র।
ব্রাজিলে জন্ম নেওয়া নুনেস উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স থেকে সিটিতে যোগ দেন গত মৌসুমে। জুন-জুলাইয়ে অনুষ্ঠিত ২০২৪ ইউরোর পর্তুগাল দলে থাকলেও গত মাসে নেশন্স লিগের দুই ম্যাচের জন্য জাতীয় দলে ডাক পাননি তিনি।