ইংলিশ ফুটবল
অসংখ্য সুযোগ হারিয়ে ঘরের মাঠে হেরেছে আর্না স্লটের দল।
Published : 14 Sep 2024, 10:07 PM
সুযোগ এসেছিল অসংখ্য, কিন্তু সেগুলো কাজে লাগাতে পারেননি মোহামেদ সালাহ, লুইস দিয়াস, দারউইন নুনেসরা। উল্টো খেলার ধারার বিপরীতে জালের দেখা পেল নটিংহ্যাম ফরেস্ট। রক্ষণে দারুণ দৃঢ়তায় দলটি সেই গোলের সৌজন্যে অ্যানফিল্ডে পেল চমক জাগানো জয়।
প্রিমিয়ার লিগে শনিবার লিভারপুলের বিপক্ষে ১-০ গোলে জিতেছে নটিংহ্যাম।
আসরে এই প্রথম গোল হজম করল আর্না স্লটের দল। টানা তিন জয়ের পর পেল প্রথম হারের তেতো স্বাদ। অন্য দিকে নটিংহ্যাম পেল আসরে প্রথম জয়।
১৯৬৯ সালের পর অ্যানফিল্ডে লিভারপুলের বিপক্ষে নটিংহ্যামের প্রথম জয়ের নায়ক ক্যালাম হাডসন-ওডোই। দ্বিতীয়ার্ধে প্রতি আক্রমণ থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে জাল খুঁজে নেন তিনি।
প্রায় ৭০ শতাংশ সময় বল দখলে রাখা লিভারপুল গোলের জন্য ১৪ শট নেয়, এর পাঁচটি ছিল লক্ষ্যে। নটিংহ্যাম পাঁচ শটের তিনটি রাখে লক্ষ্যে।
ঘরের মাঠে আক্রমণাত্মক শুরু করে লিভারপুল। প্রথম ভালো সুযোগ তারা পায় সপ্তদশ মিনিটে। দুরূহ কোণ থেকে দিয়াসের শট ফেরে কাছের পোস্ট কাঁপিয়ে।
আট মিনিট পর আলেক্সিস মাক আলিস্তেরের চমৎকার পাস পেয়ে গোলরক্ষক বরাবর মেরে সুযোগ নষ্ট করেন দিয়োগো জটা।
২৯তম মিনিটে কর্নার থেকে হেড লক্ষ্যে রাখতে পারেননি লিভারপুল ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক। আট মিনিট পর মাক আলিস্তের হেড লক্ষ্যেই রাখেন। তবে ঝাঁপিয়ে কোনোমতে ব্যর্থ করে দেন নটিংহ্যাম গোলরক্ষক। তার ভাগ্য ভালো, ফিরতি বল যায় এক সতীর্থের পায়ে।
৩৯তম মিনিটে বড় বাঁচা বেঁচে যান নটিংহ্যাম গোলরক্ষক। বেশ উপরে উঠে যাওয়া জটার আপাতত সাদামাটা শট নিয়ন্ত্রণে নিতে গিয়ে তালগোল পাকান তিনি। দুই পায়ের ফাঁক গলে বল বেরিয়ে যাওয়ায় গোলও হজম করতে পারতেন। তবে ভাগ্য ভালো, ঘুরে দাঁড়িয়ে বল নিয়ন্ত্রণে নিতে পারেন তিনি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই সুযোগ পান সালাহ। দুরূহ কোণ থেকে লিভারপুলের অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শট ঠেকিয়ে দেন গোলরক্ষক।
৬৯তম মিনিটে নুনেসের শট বেরিয়ে যায় পোস্ট ঘেঁষে। পরের মিনিটে অ্যালেকজান্ডার-আর্নল্ডের শট গোলাইন থেকে ফিরিয়ে দেন নটিংহ্যামের এক খেলোয়াড়।
তিন মিনিট পর হাডসন-ওডোইয়ের চমৎকার গোলে এগিয়ে যায় সফরকারীরা। প্রতি আক্রমণে অ্যান্থনি এলাঙ্গার চমৎকার পাস পেয়ে সঙ্গে থাকা ডিফেন্ডারের চ্যালেঞ্জ এড়িয়ে বাঁকানো শটে জাল খুঁজে নেন হাডসন-ওডোই। পোস্টে লেগে ভেতরে যাওয়া বল ঠেকানোর কোনো সুযোগই ছিল না আলিসনের।
৮৫তম মিনিটে এলেঙ্গার শট ঠেকিয়ে লিভারপুলকে লড়াইয়ে রাখেন ব্রাজিলিয়ান গোলরক্ষক আলিসন। তিন মিনিট পর ফন ডাইকের হেড বেরিয়ে যায় ক্রসবারের ওপর দিয়ে।
বাকি সময়ে গোলের তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি লিভারপুল। ৪ ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে তারা।
দিনের আরেক ম্যাচে ব্রেন্টফোর্ডকে ২-১ গোলে হারানো ম্যানচেস্টার সিটি আছে শীর্ষে। ৪ ম্যাচে পেপ গুয়ার্দিওলার দলের পয়েন্ট ১২।
এই জয়ে ৮ পয়েন্ট নিয়ে আপাতত চারে উঠে এসেছে নটিংহ্যাম।