বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ তুর্কমেনিস্তানের বড় হার

তুর্কমেনিস্তানের জালে গোল উৎসব করে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাই শুরু করেছে ইরানের মেয়েরা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 March 2023, 01:34 PM
Updated : 8 March 2023, 01:34 PM

শুরুর আধ ঘণ্টার মতো ইরানকে আটকে রাখতে পারল তুর্কমেনিস্তান। এরপর যেন বাধ ভেঙে গেল। তাদের জালে গোল উৎসব করল ইরান। বড় জয়ে মেয়েদের এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাই শুরু করল তারা।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বুধবার ‘এইচ’ গ্রুপের ম্যাচে তুর্কমেনিস্তানকে ৭-১ গোলে উড়িয়ে দেয় ইরান।

আগামী শুক্রবার তুর্কমেনিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। ১২ মার্চ গোলাম রব্বানী ছোটনের দল মুখোমুখি হবে গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল ইরানের।

শুরু থেকে তুর্কমেনিস্তানকে চেপে ধরে ইরান। দ্বিতীয় মিনেট সারা নেগিন জানদি জালে বল জড়ালেও অফসাইডের কারণে গোল হয়নি। সপ্তদশ মিনিটে সারা দিদারের জোরাল শট ক্রসবার ঘেঁষে বেরিয়ে যায়। নয় মিনিট পর রৌজিন তামরিয়ানের শট ক্রসবারের উপরের দিকে লেগে বাইরে যায়।

২৮তম মিনিটে কাঙ্ক্ষিত গোল পায় ইরান। ইলাহে আফশারদোস্তের পাস ধরে হাসতি ফোরোজানদেহ বাড়ান ফাতেমাহ পাসানদিদেহকে। সতীর্থের কাছ থেকে ফিরতে পাস পেয়ে হাসতি থ্রু পাস বাড়ান মোহাদ্দেস জোলফিকে, নিখুঁত টোকায় আগুয়ান গোলরক্ষকের পাশ দিয়ে জাল খুঁজে নেন ইরান অধিনায়ক।

৩৬তম মিনিটে রাহিল জাফারির টোকায় বল জালে জড়ালে ব্যবধান হয় দ্বিগুণ। ছয় মিনিট পর গোলরক্ষককে ওয়ান-অন-ওয়ান পজিশনে পেয়ে অনায়াসে ব্যবধান বাড়ান জোলফি। বিরতির আগ মুহূর্তে জোলফির আড়াআড়ি ক্রসে প্লেসিং শটে স্কোরলাইন ৪-০ করেন হাসতি।

দ্বিতীয়ার্ধের শুরুতে দূরপাল্লার শটে লক্ষ্যভেদ করেন কিমিয়া রাহিমিনিয়া। ৬৭তম মিনিটে হাসতি স্পট কিক থেকে ব্যবধান আরও বাড়ান।

৭৬তম মিনিটে ডান দিক দিয়ে একক প্রচেষ্টায় আক্রমণে ওঠা মিনগাজোভা কামিলা কোনাকুণি শটে এনে দেন ব্যবধান কমানো একমাত্র গোলটি।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে দূরপাল্লার শটে হাসতি হ্যাটট্রিক পূরণ করলে নিশ্চিত হয়ে যায় ইরানের বড় জয়।

ইরানের কাছে বড় ব্যবধানের হারটা যেন মেনেই নিলেন তুর্কমেনিস্তান কোচ মনগাজোভ কামিল। দোভাষীর সাহায্য নিয়ে জানালেন, বাংলাদেশ ম্যাচের কৌশল ঠিক করেননি এখনও।

“ইরান এই গ্রুপের ফেভারিট, তারা খুব শক্তিশালী দল। যেটা আমাদের পক্ষে করা সম্ভব, আমরা সেটা করেছি। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি।”

“(পরের ম্যাচে) আমরা ভিন্নভাবে খেলব। আমরা জানি না বাংলাদেশ কিভাবে খেলে, আমরা তাদের কিছু ভিডিও দেখেছি। বাংলাদেশ ম্যাচের কৌশল এখনও আমরা ঠিক করিনি। বাংলাদেশ কিভাবে খেলবে, সেই পরিস্থিতির উপর নির্ভর করে আমরা খেলব।”