আয়াক্স ছেড়ে বায়ার্নে ব্লিন্ড

জার্মান চ্যাম্পিয়নদের সঙ্গে চলতি মৌসুমের শেষ পর্যন্ত চুক্তি করেছেন এই ডাচ ডিফেন্ডার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Jan 2023, 10:44 AM
Updated : 6 Jan 2023, 10:44 AM

ঠিকানা পরিবর্তন করলেন নেদারল্যান্ডসের ডিফেন্ডার ডালে ব্লিন্ড। আয়াক্সের সঙ্গে চুক্তির ইতি টানার পর মৌসুমের বাকি অংশের জন্য বায়ার্ন মিউনিখে যোগ দিলেন তিনি। 

বুন্ডেসলিগার দলটি বৃহস্পতিবার এক বিবৃতিতে ছয় মাসের জন্য ব্লিন্ডকে দলে নেওয়ার কথা জানায়। 

চলতি মৌসুম শেষে আয়াক্সে চুক্তির মেয়াদ শেষ হত ব্লিন্ডের। তবে দুই পক্ষের সমঝোতায় ছয় মাস আগেই চুক্তি বাতিল করা হয়। ফলে ফ্রি এজেন্ট হিসেবে জার্মান চ্যাম্পিয়নদের শিবিরে যোগ দিলেন এই অভিজ্ঞ ফুটবলার। 

আয়াক্সের হয়ে ৩৩৩টি ম্যাচ খেলে ১৩টি গোল করা ব্লিন্ড জিতেছেন ৭ শিরোপা। 

প্রিমিয়ার লিগেও খেলার অভিজ্ঞতা আছে ৩২ বছর বয়সী ব্লিন্ডের। ২০১৭ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের ইউরোপা লিগ জয়ী দলের সদস্য ছিলেন তিনি। 

বুন্ডেসলিগার পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বায়ার্ন নিজেদের পরবর্তী ম্যাচে আগামী ২০ জানুয়ারি খেলবে লাইপজিগের বিপক্ষে।