ফ্রান্সের কাছে হারের পর সতীর্থদের নিবেদন নিয়ে প্রশ্ন তুললেন বেলজিয়ামের অধিনায়ক।
Published : 10 Sep 2024, 01:15 PM
ম্যাচ চলার সময় মাঠেই হতাশা ও বিরক্তি কয়েকবার প্রকাশ করেছেন কেভিন ডে ব্রুইনে। তার শরীরী ভাষায় ক্ষোভের প্রকাশও ফুটে উঠেছে। ম্যাচ শেষে সেসব উঠে এলো তার কণ্ঠেও। ফ্রান্সের বিপক্ষে ম্যাচে খেলার ধরন, মানসিকতা, নিবেদন, সবকিছু নিয়েই সতীর্থদের কাঠগড়ায় তুললেন বেলজিয়াম অধিনায়ক।
ইসরায়েলকে হারিয়ে এবারের নেশন্স লিগ শুরু করলেও দ্বিতীয় ম্যাচে হোঁচট খায় বেলজিয়াম। ফ্রান্সের কাছে সোমবার তারা হেরে যায় ২-০ গোলে।
ম্যাচের নানা পর্যায়েই ডে ব্রুইনের আচরণে অসন্তুষ্টি ধরা পড়ে স্পষ্ট। ম্যাচ শেষে বেলজিয়ামের ভিটিএম টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি প্রশ্ন তুললেন সতীর্থদের নিয়ে।
“এখানে এসে আমি বলতে পারি না সমস্যা কোথায়। ম্যাচের মাঝবিরতিতে দলকেই সেসব বলেছি আমি। সংবাদমাধ্যমে সেসবের পুনরাবৃত্তি করতে চাই না।”
“তবে আমরা যদি সর্বোচ্চ মানে পৌঁছতে চাই, কিন্তু আমরা যদি এখন আর সেই মানের না হয়ে থাকি, তাহলে মাঠে নেমে নিজেদের সবটুকু উজাড় করে দিতে হবে। সেটা করতে না পারলে, আর কিছু করার দরকার নেই।”
ডে ব্রুইনে মানছেন, ২০১৮ বিশ্বকাপে সেমি-ফাইনালে খেলা দলটির মতো এখন আর অতটা শক্তিশালী নয় বেলজিয়াম। তবে মাঠে নেমে যথেষ্ট চেষ্টা না করার ব্যাপারটি মানতে পারছেন না বেলজিয়াম অধিনায়ক।
“আমি স্বীকার করছি যে, আমরা ২০১৮ সালের মানের নই এখন আর। আমিই প্রথম তা উল্লেখ করেছি। কিন্তু অন্যান্য দিকগুলো মেনে নেওয়ার মতো নয়।”
সমস্যাগুলো সুনির্দিষ্ট করে বলতে না চাইলেও বারংবার প্রশ্নে কিছু ইঙ্গিত দিলেন ম্যানচেস্টার সিটির এই মিডফিল্ডার। তার কণ্ঠে হতাশাও ফুটে উঠল প্রবলভাবে।
“একাগাদা খেলোয়াড় নিচে নেমে বসে থাকে। ছয় জন যদি নিচে নেমে থাকে, তাহলে তো মাঠে কোনো সংযোগই গড়ে ওঠে না।”
“এভাবেই চলছে। পালাবদলের সময় বলে এমন হচ্ছে, তা নয়। বরং যারা আছে, তারা নিজেদের কাজ করতে পারছে না।”
ডে ব্রুইনের এমন প্রতিক্রিয়াকে স্বাভাবিকভাবেই নিচ্ছেন বেলজিয়ামের কোচ দমিনিকো তেদেস্কো।
“সে আমাদের অধিনায়ক এবং ম্যাচ জয়ের মানসিকতা তার দারুণ। কাজেই সে আবেগপ্রবণ প্রতিক্রিয়া দেখাতেই পারে।”