স্প্যানিশ ফুটবল
পিএসজিতে দীর্ঘ ৭ বছর কাটিয়েও কখনও যথেষ্ট মনে হয়নি বিশ্বকাপ জয়ী এই তারকা ফরোয়ার্ডের।
Published : 19 Dec 2024, 08:10 PM
কিলিয়ান এমবাপেকে মুঠো ভরে দিয়েছে পিএসজি। ফরাসি ক্লাবটিতে অনেক সাফল্য পেয়েছেন তিনি, জিতেছেন অসংখ্য শিরোপা। কিন্তু স্বপ্নের ক্লাব রেয়াল মাদ্রিদে যোগ দিতে লিগ আঁ চ্যাম্পিয়নদের সঙ্গে দীর্ঘ সম্পর্ক ছিন্ন করতে হয়েছে তাকে। ইউরোপের সফলতম ক্লাবে যাওয়ার সুযোগ না থাকলে সারাজীবন পিএসজিতেই থাকতেন বিশ্বকাপ জয়ী এই ফরোয়ার্ড।
মোনাকো ছেড়ে ২০১৭ সালে পিএসজিতে যোগ দেন এমবাপে। দলটির হয়ে সাত বছরের ক্যারিয়ারে ছয়বার লিগসহ স্বাদ পান আরও অনেক শিরোপার। কিন্তু শৈশব থেকে রেয়ালে খেলার স্বপ্ন হৃদয়ে লালন করছিলেন তিনি। দীর্ঘ অপেক্ষার পর তার সেই স্বপ্ন পূরণ হয়েছে।
স্বদেশের ক্লাব পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষে চলতি মৌসুমের শুরুতে ফ্রি ট্রান্সফারে সান্তিয়াগো বের্নাবেউয়ে পাড়ি জমান এমবাপে। ফরাসি তারকার সঙ্গে পাঁচ বছরের চুক্তি করে রেয়াল।
স্বপ্নের ক্লাবে পা রাখলেও পুরোনো ঠিকানার কথা এখনও মনে পড়ে এমবাপের। সম্প্রতি বিন স্পোর্টসে প্রতিদ্বন্দ্বী শিশুদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন, প্রশ্নের উত্তর দেন তিনি। সেখানেই তুলে ধরেন রেয়াল আসা ও পিএসজি ছাড়া নিয়ে তার ভাবনা।
“পিএসজিতে ৭ বছর কাটিয়েছি, এটা আমার জন্য সম্মানের। আমার মনে হয় না, আমি কখনও বলেছি এই সময়টা যথেষ্ট কিংবা তেমনটা বুঝাতে চেয়েছি। কিন্তু কোথায় আছি এবং পিএসজি কতটা দুর্দান্ত ক্লাব সে সম্পর্কে আমি অবগত। সবসময় বলেছি, এটা (পিএসজি) ফ্রান্সের সবচেয়ে বড় ক্লাব এবং বিশ্বের অন্যতম সেরা।”
“আমি বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে গিয়েছি। সবসময় বলেছি, এটাই (রেয়াল মাদ্রিদ) একমাত্র ক্লাব যার হয়ে খেলতে আমি পিএসজি ছাড়ব। আমি যদি রেয়াল মাদ্রিদে যেতে না পারতাম, তাহলে সারা জীবন পিএসজিতেই থাকতাম। সেখানে খেলার স্বপ্ন ছিল এবং আমি খুব খুশি। তবে অবশ্যই আমি সবসময় পিএসজির খেলা দেখি। সেই দলে আমার অনেক বন্ধু আছে এবং তারা এখন ভালো খেলছে।”
রেয়ালের যোগ দেওয়ার পর এরই মধ্যে দুটি শিরোপার স্বাদ পেয়েছেন এমবাপে। গত অগাস্টে উয়েফা সুপার কাপের ফাইনালে আতালান্তাকে ২-০ গোলে হারায় রেয়াল। আর বুধবার মেক্সিকোর পাচুকা এফসিকে ৩-০ ব্যবধানে হারিয়ে ইন্টারকন্টিনেন্টাল কাপের শিরোপা ঘরে তোলে তারা। দুই ম্যাচেই একটি করে গোল করেন এমবাপে।