খেলোয়াড় নিয়ন্ত্রণে ব্যর্থতার দায়ে লিভারপুলের জরিমানা

ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচের ঘটনায় ৩৭ হাজার ৫০০ পাউন্ড গুনতে হবে লিভারপুলকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 April 2023, 10:42 AM
Updated : 14 April 2023, 10:42 AM

ম্যানচেস্টার সিটির বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচে খেলোয়াড়দের সামলাতে ব্যর্থ হওয়ায় শাস্তি পেল লিভারপুল। ইয়ুর্গেন ক্লপের দলকে ৩৭ হাজার ৫০০ পাউন্ড জরিমানা করেছে ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। 

চলতি মাসের শুরুতে ইতিহাদ স্টেডিয়ামে দুই দলের ম্যাচের ৩৪তম মিনিটে সিটির রদ্রিকে দ্বিতীয় হলুদ কার্ড দেখানোর দাবিতে রেফারিকে ঘিরে ধরেন লিভারপুলের খেলোয়াড়রা। দলটির ফরোয়ার্ড কোডি হাকপোকে ফাউল করেছিলেন রদ্রি। 

ওই ঘটনার প্রক্ষিতে লিভারপুলকে অভিযুক্ত করেছিল এফএ। শুক্রবার এলো জরিমানার ঘোষণা। 

লিভারপুলের বিপক্ষে ম্যাচটি ৪-১ গোলে জেতে শিরোপাধারী সিটি। 

২৯ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে লিগে দ্বিতীয় স্থানে আছে পেপ গুয়ার্দিওলার দল। সমান ম্যাচ খেলা লিভারপুল ৪৪ পয়েন্ট নিয়ে আছে অষ্টম স্থানে।