চ্যাম্পিয়ন্স লিগ
Published : 01 May 2025, 04:34 PM
চ্যাম্পিয়ন্স লিগে সেমি-ফাইনালের প্রথম লেগে বার্সেলোনার মাঠ থেকে ড্র নিয়ে ফেরার স্বস্তির মাঝে একটি দুর্ভাবনা সঙ্গী হয়েছে ইন্টার মিলানের। চোট শঙ্কায় পড়েছেন দলটির বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন স্ট্রাইকার লাউতারো মার্তিনেস।
ঘরের মাঠ সান সিরোয়ে আগামী মঙ্গলবার ফিরতে লেগে বার্সেলোনার মুখোমুখি হবে ইন্টার।
ম্যাচটিকে ফাইনালের আগে আরেকটি ‘ফাইনাল’ হিসেবে দেখছেন ইন্টার কোচ সিমোনে ইনজাগি। গুরুত্বপূর্ণ এই ম্যাচে মার্তিনেসকে পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছেন তিনি।
বার্সেলোনার মাঠে বুধবার প্রথম লেগের রোমাঞ্চকর লড়াই ৩-৩ গোলে ড্র হয়। মার্কাস থুরাম ইন্টারকে এগিয়ে নেওয়ার পর দুই অর্ধে তাদের অন্য দুই গোল করেন ডেনজেল ডামফ্রিস।
বার্সেলোনার জার্সিতে শততম ম্যাচে লামিনে ইয়ামালের দুর্দান্ত গোলের পর প্রথম দফায় স্প্যানিশ দলটিকে সমতায় ফেরান ফেররান তরেস। ম্যাচের শেষ গোলটি ইন্টার গোলরক্ষক ইয়ান সমেরের আত্মঘাতী, যেখানে বড় অবদান রাফিনিয়ার।
ম্যাচের প্রথমার্ধে পায়ে টান লাগে মার্তিনেসের। তখন তার চোখেমুখে স্পষ্ট ছিল অস্বস্তির ছাপ। তবুও খেলা চালিয়ে প্রথমভাগ শেষ করেন তিনি। দ্বিতীয়ার্ধে তাকে আর নামাননি ইনজাগি।
ধারণা করা হচ্ছে, হ্যামস্ট্রিংয়ের সমস্যা ভুগছেন ২৭ বছর বয়সী মার্তিনেস। কাতালান ক্লাবটির বিপক্ষে আসছে লড়াইয়ে তাকে পাওয়া নিয়ে শঙ্কার কথা মুভিস্টার প্লাসকে বলেন ইনজাগি।
“লাউতারো (মার্তিনেস) পায়ে অস্বস্তি অনুভব করছিল এবং আগামীকাল আমরা কিছু পরীক্ষার পর এই বিষয়ে আরও জানতে পারব। তবে দ্বিতীয় লেগে তার খেলার সম্ভাবনা খুবই কম বলে মনে হচ্ছে, যে ম্যাচটি আমাদের জন্য হবে ফাইনাল।”
অ্যাঙ্কেলের চোটে শেষ চারের প্রথম লেগে বাঁজামাঁ পাভার্দকে পায়নি ইন্টার। ২৯ বছর বয়সী ফরাসি সেন্টার-ব্যাককে ফিরতি লেগে পাওয়ার আশা করছেন ইনজাগি।
“আগামী মঙ্গলবার পাভার্দকে পাওয়ার আশা করছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, লাউতারোর ক্ষেত্রেও এমনটা আশা করা যাবে কিনা, আমি জানি না। ম্যাচটি আমাদের জন্য ফাইনাল এবং এই অসাধারণ সাফল্য অর্জনে আমাদের ৭৫ হাজার সমর্থকের ওপর ভরসা করছি।”