চাম্পিয়ন্স লিগ
সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ১০ ম্যাচে পেপ গুয়ার্দিওলার দলের জয় স্রেফ একটি।
Published : 12 Dec 2024, 05:34 PM
একটু একটু করে মাঠে ম্যানচেস্টার সিটির ভোগান্তি এখন ভয়াবহ রূপ নিয়েছে। কোনো একটি প্রতিযোগিতায় নয়, সবখানেই যেন কেবল পেছন পানেই হাঁটছে তারা। সবশেষ, চ্যাম্পিয়ন্স লিগে ইউভেন্তুসের মাঠে ২-০ গোলে ধরাশায়ী হওয়ার পর তাদের বিপর্যস্ত অবস্থা আরও প্রকট হয়েছে।
সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ১০ ম্যাচে পেপ গুয়ার্দিওলার দলের জয় কেবল একটি; দুটি ড্রয়ের পাশে সাতটি পরাজয়। শুধু এই জয়-পরাজয়ের হিসেবেই নয়, পারফরম্যান্সের নানা দিক বিবেচনাতেও দলটির সার্বিক অবস্থা ভীষণ নাজুক।
• নভেম্বরের শুরু থেকে সব প্রতিযোগিতা মিলিয়ে ২০টির বেশি গোল হজম করেছে সিটি, ইউরোপের শীর্ষ পাঁচ লিগের দলগুলোর মধ্যে যা সবচেয়ে বেশি।
• সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ সাতটি অ্যাওয়ে ম্যাচের প্রতিটিতে দুই বা তার বেশি গোল হজম করেছে ইংলিশ চ্যাম্পিয়নরা, যা এর আগের ৪৬ ম্যাচের সমান।
• চ্যাম্পিয়ন্স লিগে এবারের আসরে প্রথম তিন ম্যাচে জাল অক্ষত রাখার পর, সবশেষ তিন ম্যাচে ৯টি গোল হজম করেছে সিটি (স্পোর্তিংয়ের বিপক্ষে ৪টি, ফেইনুর্ডের বিপক্ষে ৩টি এবং এবার ইউভেন্তুসের বিপক্ষে দুটি)।
• কোচিং ক্যারিয়ারে এই প্রথম গুয়ার্দিওলা দেখলেন, তার দল চ্যাম্পিয়ন্স লিগে টানা তিন ম্যাচে দুই বা তার চেয়ে বেশি গোল হজম করল।
• সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ আটটি অ্যাওয়ে ম্যাচে জাল অক্ষত রাখতে পারেনি সিটি; গুয়ার্দিওলার কোচিং ক্যারিয়ারে যা যৌথভাবে সবচেয়ে বাজে পথচলা (২০১৬ সালের অক্টোবরেও এমন তিক্ত অভিজ্ঞতা হয়েছিল তার)।
প্রিমিয়ার লিগে শিরোপা ধরে রাখা এবং ইউরোপ সেরার মঞ্চে মুকুট পুনরুদ্ধারের অভিযানে মৌসুমের শুরুটা প্রত্যাশিতভাবেই দারুণ করেছিল সিটি। এরপরই আচমকা ছন্দপতন; গত ৩০ অক্টোবর টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে হেরে লিগ কাপ থেকে ছিটকে যায় তারা।
সেই যে শুরু, এরপর থেকে একের পর এক ব্যর্থতায় খাদের কিনারায় চলে গেছে দলটি, সব প্রতিযোগিতায়।
প্রিমিয়ার লিগে ১৫ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে নেমে গেছে গত চার আসরের চ্যাম্পিয়নরা; শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে ৮ পয়েন্ট পিছিয়ে। লিভারপুল আবার একটি ম্যাচ কম খেলেছে, ফলে ব্যবধানটা হতে পারে আরও বড়।
আর চ্যাম্পিয়ন্স লিগে ছয় ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ২২ নম্বরে নেমে গেছে তারা। বর্তমানে দলের যে যাচ্ছেতাই অবস্থা, তাতে টেবিলের শীর্ষ আটে থেকে সরাসরি নকআউট পর্বে ওঠা তো দূরের কথা, ৯-২৪ এর মধ্যে থেকে প্লে-অফে জায়গা করে নেওয়াটাই দলটির জন্য অনেক কঠিন হতে পারে।