ইংলিশ ফুটবল
ইংলিশ ক্লাবটির কোচের মতে, তার কৌশলের সঙ্গে ধীরে ধীরে মানিয়ে নিচ্ছেন আর্জেন্টাইন উইঙ্গার।
Published : 16 Jan 2025, 04:27 PM
আলেহান্দ্রো গার্নাচোকে দলে টানতে আগ্রহী নাপোলি, কিছুদিন ধরে শোনা যাচ্ছে এমন খবর। তবে ম্যানচেস্টার ইউনাইটেডেই তার ভবিষ্যৎ দেখছেন হুবেন আমুরি। ইংলিশ ক্লাবটির কোচের মতে, তার কৌশলের সঙ্গে ক্রমেই বেশ ভালোভাবে মানিয়ে নিচ্ছেন এই আর্জেন্টাইন উইঙ্গার।
চলতি দলবদলে নাপোলি ছেড়ে পিএসজিতে যোগ দিতে যাচ্ছেন জর্জিয়ান উইঙ্গার খাভিচা কাভারাৎসখেলিয়া। গণমাধ্যমের খবর, তার ঘাটতি পূরণে গারনাচোকে দলে ভেড়ানোর চেষ্টা চালাচ্ছে ইতালিয়ান ক্লাবটি।
কিছুটা আর্থিক সমস্যায় আছে ইউনাইটেডও। তাই ভালো কোনো প্রস্তাব পেলে গার্নাচোকে ছেড়ে দিতে পারে তারাও। সব মিলিয়ে তাই ইউনাইটেডে গার্নাচোর ভবিষ্যৎ নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন।
নতুন কোচ আমুরির দলে শুরুর একাদশে নিয়মিত সুযোগ পাচ্ছেন না গার্নাচো। গত ডিসেম্বরে ম্যানচেস্টার সিটির বিপক্ষে তো ২০ বছর বয়সী এই ফরোয়ার্ডকে দলেই রাখেননি ইউনাইটেড কোচ। এক মাসেরও বেশি সময় পর শুরুর একাদশে গার্নাচো সুযোগ পান এফএ কাপের তৃতীয় রাউন্ডে, আর্সেনালের বিপক্ষে।
সব মিলিয়ে, ইউনাইটেডে তার থাকা নিয়ে উচ্চকিত হচ্ছে প্রশ্ন। প্রিমিয়ার লিগে বৃহস্পতিবার সাউথ্যাম্পটনের মুখোমুখি হবে ইউনাইটেড। এই ম্যাচে গার্নাচোকে খেলানো নিয়ে নিশ্চিত করে কিছু বলেননি আমুরি। তবে এই ক্লাবেই গার্নাচোর ভবিষ্যৎ দেখছেন তিনি।
“তার প্রতিভা আছে, এটা পরিষ্কার। সে নতুন কৌশলের সঙ্গে মানিয়ে খেলার জন্য সেরা উপায় খুঁজছে। অনুশীলনে উন্নতি করছে। গত ম্যাচে সে শুরুর একাদশে ছিল। দেখা যাক কাল (সাউদাম্পটনের বিপক্ষে) কী হয়। আমার মনে হয়, নিজের প্রতি দৃষ্টিভঙ্গিতে বদল এনেছে সে।”
লিগে ২০ ম্যাচে কেবল ৬ ম্যাচ জেতা ইউনাইটেড পয়েন্ট টেবিলে আছে পঞ্চদশ স্থানে।