লিভারপুলের বাজে সময়ের উদাহরণ যখন ‘মেসি-রোনালদো’

ফুটবলে বাজে সময় আসতেই পারে, মনে করেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Oct 2022, 07:47 AM
Updated : 4 Oct 2022, 07:47 AM

আলোর নিচেই থাকে অন্ধকার। ভালো সময়ের খুব কাছেই থাকে খারাপ সময়। লিভারপুল এখন যেমন কিছুটা ঢাকা পড়েছে দুঃসময়ের ছায়ায়। তবে তাতে খুব বিচলিত নন ইয়ুর্গেন ক্লপ। লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর উদাহরণ তুলে ধরে লিভারপুল কোচ বললেন, ফুটবলের নিয়মেই বাজে সময় আসে।

ইংলিশ প্রিমিয়ার লিগে এবার ৭ ম্যাচের স্রেফ দুটিতে জিততে পেরেছে লিভারপুল। গত মৌসুমে শেষ তিন পর্যন্ত শিরোপার লড়াইয়ে থাকা দল এবার এখনও পর্যন্ত ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় আছে ৯ নম্বরে।

চ্যাম্পিয়ন্স লিগে গতবারের রানার্স আপ দল এবার প্রথম ম্যাচেই নাপোলির কাছে বিধ্বস্ত হয় ৪-১ গোলে। পরের ম্যাচে অবশ্য তারা আয়াক্সকে হারাতে পারে ২-১ গোলে।

ইংলিশ প্রিমিয়ার লিগে সবশেষ ম্যাচে তা ৩-৩ গোলে ড্র করে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নে বিপক্ষে।

চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার তাদের প্রতিপক্ষ রেঞ্জার্স। এই ম্যাচের আগে আত্মবিশ্বাসের ঘাটতির প্রসেঙ্গ লিভারপুল কোচ টেনে আনলেন দুই কিংবদন্তি রোনালদো ও মেসির বিবর্ণ সময়কে।

“আপনার কি মনে হয়, ক্রিস্তিয়ানো রোনালদো এখনও আত্মবিশ্বাসের চূড়ায় আছে? আমাদের সবার ক্ষেত্রেই এমনটি হয়। গত মৌসুমে লিওনেল মেসির সঙ্গেও অনেকটা এরকম হয়েছে।”

“সঠিক পথে এগিয়ে যাওয়ার চেষ্টা করে যেতে হয়। যখন সময় হয়, তখন ফিরে আসে (ছন্দ)… ঠিক কাজগুলো করতে আমাদেরকে আবার ধৈর্য ধরতে হবে। আমার মনে হয়, এরপর আমরা আবার ভালো করব।”