চ্যাম্পিয়ন্স লিগ
ঘরের মাঠে নিজেদের ফেভারিট মনে করছেন না রেয়াল মাদ্রিদ কোচ।
Published : 18 Feb 2025, 09:56 PM
রেয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে পেপ গুয়ার্দিওলা নিজেদের ‘আন্ডারডগ’ হিসেবে দেখলেও, ম্যানচেস্টার সিটি কোচের সঙ্গে একমত নন কার্লো আনচেলত্তি। তার মতে, যেকোনো পরিস্থিতিতেই কঠিন প্রতিপক্ষ ইংলিশ দলটি। তাই ঘরের মাঠে নিজেদের ফেভারিট মনে করছেন না রেয়াল মাদ্রিদ কোচ।
চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফের প্রথম লেগে সিটির মাঠ থেকে ৩-২ ব্যবধানে জিতে ফিরেছে রেয়াল। এবার ঘরের মাঠে খেলবে তারা। বের্নাবেউয়ে দ্বিতীয় লেগের লড়াই হবে বুধবার।
সিটির সামনে অবশ্য অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। এই মাঠে সাত ম্যাচ খেলে যে কেবল একটিতে জিততে পেরেছে তারা, ২০২০ সালের ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে ২-১ গোলে।
তাই আসছে ম্যাচটিতে নিজেদের জয়ের সম্ভাবনা খুব একটা দেখেন না গুয়ার্দিওলা। টুর্নামেন্টের পরের ধাপে যাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছেন তিনি। মঙ্গলবার বলেছেন, শেষ ষোলোয় জায়গা করে নিতে কেবল এক শতাংশ সম্ভাবনা দেখার কথা।
গুয়ার্দিওলার এই কথার সঙ্গে একমত হতে পারছেন না আনচেলত্তি। প্রথম লেগ জিতে সামান্য এগিয়ে থাকলেও ঘরের মাঠে নিজেদের অপ্রতিরোধ্য মনে করেন না তিনি।
“সত্যি বলতে, সে (গুয়ার্দিওলা) যা বলেছে এমনকি নিজেও সেটা বিশ্বাস করে না। তবে আমি ম্যাচের আগে তাকে এই সম্পর্কে জিজ্ঞাসা করব।”
“সে মনে করে, তাদের পরের ধাপে যাওয়ার এক শতাংশ সম্ভাবনা আছে এবং আমরাও মনে করি না যে, আমরা ৯৯ শতাংশ ফেভারিট। ম্যানচেস্টারে আমরা যা করেছি সেটার কারণে সামান্য এগিয়ে আছি এবং আমাদের এটাকে কাজে লাগাতে হবে।”
এগিয়ে থাকার সুবিধা নিয়ে খেলাকেও কঠিন চ্যালেঞ্জ হিসেবে দেখেন আনচেলত্তি। তার মতে, পরের ধাপে যেতে আগের ম্যাচের মতোই নিজেদের মেলে ধরতে হবে রেয়ালকে।
“সুবিধাজনক অবস্থায় থেকে খেলতে জানা একটি মনস্তাত্ত্বিক ব্যাপার…আমি এখানে এসে বলতে পারি যে, আমরা এগিয়ে নেই এবং ম্যাচটি এমনভাবে খেলব যেন গোলশূন্য ড্র হয়েছিল আগের রাউন্ড... কিন্তু এটা নিরর্থ কথা এবং কেউ আমাকে বিশ্বাস করবে না।”
“আপনি কেবল দলের মনোভাব নিয়ন্ত্রণ করতে পারেন, আর আমাদের গত সপ্তাহের মতো খেলা নিশ্চিত করতে হবে, কারণ ম্যাচটি আমাদের জন্য ভালো ছিল। কিন্তু এটা ভুলে যেতে পারবেন না যে আপনি এগিয়ে আছেন।”