গত মৌসুমের এই সময়ের তুলনায় এবার বাস্তবতা ভিন্ন, বললেন শাবি আলোন্সো।
Published : 28 Mar 2025, 02:16 PM
গত মৌসুমে এই সময়টায় কয়েকটি ক্লাবের কোচ হওয়ার প্রস্তাব ছিল শাবি আলোন্সোর কাছে। এবার একটিও নেই বলেই দাবি তার। আগামী মৌসুমে তিনি রেয়াল মাদ্রিদের কোচ হতে পারেন বলেও জোর গুঞ্জন আছে। তবে সেটি নিয়ে এখন কোনো কথা বলতে চান না বায়ার লেভারকুজেন কোচ।
গত বছর মার্চের আন্তর্জাতিক ম্যাচের বিরতির সময় নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হয়েছে তাকে। বায়ার্ন মিউনিখ তাকে পেতে চাইছিল কোচ হিসেবে। নতুন কোচের খোঁজে থাকা লিভারপুলও কড়া নেড়েছিল তার দুয়ারে। রেয়াল মাদ্রিদের আগ্রহ নিয়ে গুঞ্জন তো ছিলই। বায়ার লেভারকুজেনের যা পারফরম্যান্স ছিল, তাতে আলোন্সো তখন তুমুল আলোচনায়।
২০২২ সালে লেভারকুজেনের দায়িত্ব নিয়ে রেলিগেশন অঞ্চল থেকে তিনি উদ্ধার করেন দলকে। পরের মৌসুমে সাড়া জাগানো পারফরম্যান্সে তার দল চমকে দেয় ইউরোপিয়ান ফুটবলকে। অপ্রতিরোধ্য পথচলায় ইতিহাস গড়ে বুন্ডেসলিগায় শিরোপা জয় করে তার দল। গোটা মৌসুমে একটি ম্যাচই হারে তারা, ইউরোপা লিগের ফাইনালে আতালান্তার কাছে। সেই পরাজয়ে ৫১ ম্যাচের অপরাজেয় পথচলা শেষ হয় তাদের।
মৌসুম শেষে লেভারকুজেনেই রয়ে যান আলোন্সো। জার্মান ক্লাবটির সঙ্গে তার চুক্তি ২০২৬ পর্যন্ত।
চলতি মৌসুমে লেভারকুজেন অবশ্য ধরে রাখতে পারেনি গত মৌসুমের পারফরম্যান্স। বুন্ডেসলিগায় পয়েন্ট তালিকার দুইয়ে আছে তারা, তবে শীর্ষে থাকা বায়ার্ন মিউনিখ এগিয়ে ছয় পয়েন্টে।
এবার মার্চের এই আন্তর্জাতিক বিরতির সময় তাকে অন্য কিছু ভাবতে হয়নি বলেই জানালেন আলোন্সো।
“পরিস্থিতি এখন ভিন্ন। ওই সময় (গত মৌসুমে) বিবেচনার করার কিছু ছিল। এবার তেমন কিছু নেই। এটা বড় পার্থক্য।”
তবে লেভারকুজেনের পারফরম্যান্স ভালো না হলেও আলোন্সোর ভাবমূর্তির সঙ্কট পড়েনি। বরং কার্লো আনচেলত্তির জায়গায় আগামী মৌসুমে তিনি রেয়াল মাদ্রিদের দায়িত্ব নেবেন, এই গুঞ্জন জোরাল হচ্ছে ক্রমেই। তিনি অবশ্য সেই আলোচনায় যেতেই চান না এখন।
“আমার ভাবনা একই আছে, যেমনটি আগে বলেছিলাম। আমি এই মৌসুমেই মনোযোগ রাখতে চাই। এই মুহূর্তে এটিই সবচেয়ে গুরুত্বপূণূ ব্যাপার।”
“আমরা মৌসুমের গুরুত্বপূর্ণ পর্যায়ে আছি এবং এই সময়ে জল্পনা-কল্পনা চাই না। ফুটবল ছাড়া অন্য কিছু নিয়ে ভাবতে চা না এখন।”