চ্যাম্পিয়ন্স লিগ
দর্শকদের দেখার জন্য দুর্দান্ত এক ফাইনাল হবে বলে মনে করেন বার্সেলোনার তরুণ ডিফেন্ডার পাউ কুবার্সি।
Published : 15 Mar 2025, 05:58 PM
ক্লাব ফুটবলের সেরা দ্বৈরথগুলোর একটি ক্লাসিকো। রেয়াল মাদ্রিদ ও বার্সেলোনার এই লড়াই কখনও দেখা যায়নি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে। এই মৌসুমে সেই সম্ভাবনা আছে প্রবলভাবে। শেষ পর্যন্ত তেমনটা হলে দুর্দান্ত এক ফাইনাল হবে বলে মনে করেন বার্সেলোনা ডিফেন্ডার পাউ কুবার্সি।
চলতি মৌসুমে নতুন আঙ্গিকের চ্যাম্পিয়ন্স লিগে দুই স্প্যানিশ জায়ান্ট এরই মধ্যে পৌঁছে গেছে কোয়ার্টার-ফাইনালে। সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে বার্সেলোনা খেলবে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে। আতলেতিকো মাদ্রিদকে টাইব্রেকারে হারিয়ে শেষ আটে ওঠা রেয়াল মুখোমুখি হবে আর্সেনালের।
বার্সেলোনা ও রেয়াল আছে ড্রয়ের বিপরীত দিকে। তাই ফাইনালের আগে মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই এই দুই দলের।
ইউরোপ সেরার প্রতিযোগিতাটির বর্তমান ও রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন রেয়াল। বার্সেলোনা তাদের পাঁচ শিরোপার সবশেষটি জিতেছে ২০১৫ সালে। তারপর থেকে আর ফাইনালে উঠতে পারেনি কাতালান দলটি। হান্সি ফ্লিকের হাত ধরে এবার দারুণ ছন্দে আছে তারা।
সম্প্রতি স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মুন্দো দেপোর্তিভো’কে দেওয়া সাক্ষাৎকারে ১৮ বছর বয়সী কুবার্সি বলেন, আগামী মে মাসের ফাইনালে ক্লাসিকো লড়াইয়ের আশায় আছেন তিনি।
“(চ্যাম্পিয়ন্স লিগে)হ্যাঁ, মাদ্রিদ সবসময় ভালো করে। আমরাও ভালো করছি এবং আমার মনে হয়, আমাদের ফাইনালে সাক্ষাৎ হতে পারে। কারণ তারা দুর্দান্ত দল, আমরাও তাই, (দর্শকদের) দেখার জন্য দুর্দান্ত এক ফাইনাল হবে এটা।”
এই মৌসুমে এরই মধ্যে দুবারের দেখায় রেয়ালকে স্রেফ গুঁড়িয়ে দিয়েছে বার্সেলোনা। গত অক্টোবরে লা লিগার ম্যাচে বার্সেলোনা জেতে ৪-০ গোলে, জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে তাদের জয় ৫-২ ব্যবধানে।
মৌসুমে আরও তিনবার দেখা হতে পারে এই দুই দলের। লা লিগার ফিরতি ম্যাচ তো আছেই, চ্যাম্পিয়ন্স লিগের পাশাপাশি কোপা দেল রের ফাইনালেও দেখা হতে পারে তাদের। এখন স্পেনের দ্বিতীয় সেরার প্রতিযোগিতাটির সেমি-ফাইনালে লড়ছে তারা।