নতুন ফরম্যাটের এই টুর্নামেন্ট থেকে আয়ের পুরোটা বিশ্বব্যাপী ক্লাবগুলোকে দেওয়া হবে, আগেই জানিয়েছিল ফিফা।
Published : 26 Mar 2025, 08:11 PM
নতুন আঙ্গিকের ক্লাব বিশ্বকাপের বিশাল অর্থ পুরস্কারের অঙ্ক আগেই জানা গেছে। এবার জানানো হয়েছে, কোন দল কত পাবে। এর মধ্যে চ্যাম্পিয়ন দল পাবে সাড়ে ১২ কোটি ডলার পুরস্কার।
৩২ ক্লাবের অংশগ্রহণে নতুন ফরম্যাটের প্রতিযোগিতাটি যুক্তরাষ্ট্রে আগামী ১৪ জুন শুরু হয়ে চলবে ১৩ জুলাই পর্যন্ত। অভিষেক আসরে মোট ১০০ কোটি আর্থিক পুরস্কারের কথা চলতি মাসের শুরুতে জানিয়েছিল ফিফা। আর বুধবার চ্যাম্পিয়নের পুরস্কারের অঙ্কটা জানাল ফুটবলের নিয়ন্তা সংস্থাটি।
এক বিবৃতিতে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, “এই টুর্নামেন্টের আয়ের কোনো অর্থ ফিফা রাখবে না, আয়ের পুরো অর্থ ক্লাব ফুটবলে ভাগ করে দেওয়া হবে। এই টুর্নামেন্টের ব্যয়ের জন্য ফিফার রিজার্ভেও হাত দেওয়া হবে না, যে অর্থ ২১১ ফিফা সদস্য দেশের মাধ্যমে বিশ্বব্যাপী ফুটবল উন্নয়নের জন্য রাখা হয়েছে।”
আসছে আসরে পুরস্কারের মোট ১০০ কোটির মধ্যে ৫০ কোটি ডলার অংশগ্রহণ করা সব ক্লাবকে দেওয়া হবে এবং এর পরিমাণ নির্ধারণ করা হবে প্রতিটি ক্লাবের ক্রীড়া ও বাণিজ্যিক মানদণ্ডের ভিত্তিতে। যেমন, ইউরোপিয়ান ক্লাব অ্যাসোসিয়েশনের সঙ্গে মিলে ফিফার তৈরি একটি ব্যবস্থাপনা অনুযায়ী, ছোট ক্লাবগুলোর চেয়ে রেয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি বেশি অর্থ পাবে।
বাকি ৪৭ কোটি ৫০ লাখ ডলার দেওয়া হবে পারফরম্যান্স-ভিত্তিতে পুরস্কার; এর অর্থ হলো যে দল সম্ভাব্য সাত ম্যাচের মধ্যে বেশি জিতবে তারা বেশি অর্থ পাবে।