ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ
স্প্যানিশ এই ডিফেন্ডারের মতে, রেয়াল মাদ্রিদের জন্য যথাযথ একজন খেলোয়াড় হবেন তার জাতীয় দলের এই সতীর্থ।
Published : 12 Jul 2024, 10:39 PM
টনি ক্রুস বিদায় নিয়েছেন, লুকা মদ্রিচও আছেন ক্যারিয়ারের গোধূলি লগ্নে। মাঝমাঠের শক্তি বাড়াতে রেয়াল মাদ্রিদে রদ্রির মতো মিডফিল্ডারের প্রয়োজন দেখছেন দানি কারভাহাল। তাইতো ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের অভিযানের মাঝেও জাতীয় দলের সতীর্থকে ম্যানচেস্টার সিটি ছেড়ে রেয়ালে যোগ দিতে অনুপ্রাণিত করার চেষ্টা করছেন স্প্যানিশ ডিফেন্ডার।
স্পেনের এবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার পথে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন রদ্রি ও কারভাহাল। মাঝমাঠ থেকে দলের আক্রমণের ভিত গড়ে দেওয়ার কাজটি করছেন রদ্রি। রক্ষণের পাশাপাশি কারভাহাল অবদান রাখছেন আক্রমণেও। আসরে দুইজনেই এখন পর্যন্ত করেছেন একটি করে গোল।
চলমান ইউরো দিয়েই পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে দিয়েছেন রেয়ালের মাঝমাঠের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবলার ক্রুস। দলটির ৩৮ বছর বয়সী অভিজ্ঞ ক্রোয়াট মিডফিল্ডার মদ্রিচও আছেন শেষের পথে। দলের প্রয়োজন বুঝতে পারছেন ডিফেন্ডার কারভাহাল।
ইউরো চলাকালেই রদ্রিকে সিটি ছেড়ে রেয়ালে যোগ দেওয়ার জন্য উৎসাহী করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।
“আমি রদ্রিকে প্রতিদিন বলি মাদ্রিদে আসার জন্য। আমি তাকে বলি, ‘ম্যানচেস্টার ছাড়ো, ওখানে ভবিষ্যৎ নেই এবং মাদ্রিদে চলে আসো, তোমাকে আমাদের দরকার। আর তুমি তো মাদ্রিদের (জন্মস্থান)।”
২০১৯ সালে ইংলিশ ক্লাব সিটিতে যোগ দিয়ে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের খুব গুরুত্বপূর্ণ একজন হয়ে উঠেছেন রদ্রি। ক্লাবটির সঙ্গে তার চুক্তি ২০২৭ সাল পর্যন্ত। এর আগে আতলেতিকো মাদ্রিদ ও ভিয়ারেয়ালেও খেলছেন ২৮ বছর বয়সী রদ্রি।
কারভাহালের মতে, রেয়ালের জন্য যথার্থ এক খেলোয়াড় হবেন রদ্রি।
“সে বলেছে, (সিটির সঙ্গে) তার চুক্তি আছে, যেখানে (ইংল্যান্ডে) কোনো রিলিজ ক্লোজ নেই…সে মূলত আমাকে এড়িয়ে গেছে। তবে নিঃসন্দেহে রেয়ালের জন্য সে যথার্থ খেলোয়াড় হতো। সে স্প্যানিশ, মাদ্রিদের…সে পুরোপুরি এই দলের জন্য ফিট হতো।”
ইউরোর মুকুট পুনরুদ্ধারের শেষ ধাপে রোববার বার্লিনে ইংল্যান্ডের মুখোমুখি হবে স্পেন।