পরপর দুজন প্রধান কোচ নিয়োগে নিয়ম ভেঙেছেন ফুটবল সংস্থার প্রধান, এমন অভিযোগ দক্ষিণ কোরিয়ার ক্রীড়া মন্ত্রণালয়ের।
Published : 05 Nov 2024, 07:24 PM
জাতীয় দলের দুইজন প্রধান কোচ নিয়োগে নিজেদেরই নিয়ম ভাঙায় শাস্তির মুখে পড়েছেন কোরিয়া ফুটবল অ্যাসোসিয়েশন (কেএফএ) প্রধান চুং মং-গিউ। তদন্ত শেষে তাকে বরখাস্ত করতে বলেছে দক্ষিণ কোরিয়ার ক্রীড়া মন্ত্রণালয়।
বর্তমান প্রধান কোচ হং মিয়ুং-বো ও তার পূর্বসুরি ইয়ুর্গেন ক্লিন্সমানের নিয়োগে পক্ষপাতিত্বের অভিযোগে তীব্র সমালোচনার মুখে পড়ে কেএফএ। এর প্রেক্ষিতে মন্ত্রণালয়ের করা নিরীক্ষার চূড়ান্ত ফলাফলে বরখাস্তের ওই সুপারিশ যুক্ত করা হয়। নিরীক্ষায় সন্দেহজনক আর্থিক ও প্রশাসনিক অনিয়ম নিয়েও তদন্ত হয়।
গত মাসে নিরীক্ষার প্রাথমিক প্রতিবেদন দেখিয়েছিল, কোচ নিয়োগের ক্ষেত্রে কর্তৃত্ব না থাকলেও দুইজন কোচ নিয়োগ দিয়ে নিয়ম ভাঙেন কেএফএ প্রধান মং-গিউ।
এই বিষয়ে কেএফএ'র সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও সাড়া পায়নি রয়টার্স। গত মাসের শেষ দিকে সংসদীয় শুনানিতে মং-গিউ বলেছিলেন, কোচ নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি নিখুঁত ছিল না। তবে তিনি কোনো আইন ভাঙেননি।
এর আগে গত সেপ্টেম্বরে মিয়ুং-বো বলেন, তার নিয়োগের ক্ষেত্রে কেএফএ-র পক্ষ থেকে কোনো ধরনের বাড়তি সুবিধা দেওয়া হয়নি।
ক্রীড়া মন্ত্রণালয় বলছে, কোচ নিয়োগ দেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত জাতীয় দল কমিটিকে অকার্যকর করে ফেলেছেন মং-গিউ ও কেএফএ-র অন্যান্য জৈষ্ঠ্য কর্মকর্তারা। তাই বহিষ্কারের পাশাপাশি এক মাসের মধ্যে তাদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে মন্ত্রণালয়।
আর্থিক অনিয়ম পাওয়ার কথা জানিয়ে এফএ-কে আগামী দুই মাসের মধ্যে মিয়ুং-বোর নিয়োগের পদ্ধতিগত ত্রুটি বের করে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। একই সঙ্গে জাতীয় দল কমিটির মাধ্যমে সম্ভাব্য নতুন প্রার্থীদের নাম ঠিক করতে বলেছে।