মহারণে পার্থক্য গড়ে দেবে সাহস, মত আনচেলত্তির

এই ধরনের ম্যাচে সাহসী হওয়াটা জরুরি বলে মনে করেন রিয়াল মাদ্রিদ কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 May 2023, 06:14 PM
Updated : 16 May 2023, 06:14 PM

তারকাদ্যুতি ও শক্তি-সামর্থ্যে দুই দলের মধ্যে পার্থক্য তেমন নেই। প্রথম লেগের লড়াই শেষে এগিয়েও নেই কেউ। রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির ফিরতি লেগের মহারণে পার্থক্য গড়ে দিতে পারে কোন বিষয়টি? মাদ্রিদের দলটির কোচ কার্লো আনচেলত্তির মতে, এই ধরনের ম্যাচে সাহসী হওয়াটা জরুরি।

চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে বুধবার সিটির মাঠে খেলবে রিয়াল। সান্তিয়াগো বের্নাবেউয়ে প্রথম লেগ ড্র হয়েছিল ১-১ গোলে।

আগের দিন সংবাদ সম্মেলনে আনচেলত্তির কাছে জানতে চাওয়া হয়, কোন বিষয়টি পার্থক্য গড়ে দিতে পারে ম্যাচে। ইতালিয়ান কোচ তুলে ধরেন তার ভাবনা।

“এই ধরনের ম্যাচের একটি মূল ব্যাপার হলো সাহস। এই পর্যায়ে ব্যক্তিগত ও দলীয় মানের দিক থেকে আমরা সমানে সমান, কিন্তু সাহসই পার্থক্য গড়ে দেয়।”

সম্ভাবনা আছে ম্যাচটি টাইব্রেকারে যাওয়ার। এটি নিয়ে অবশ্য ভাবছেন না আনচেলত্তি। মূল ম্যাচেই কাজ শেষ করার লক্ষ্য রিয়াল কোচের।

“আমরা এটি (টাইব্রেকার) নিয়ে ভাবিনি, কারণ বিষয়টি নিয়ে ভাবা ভুল হবে। এটি এমন এক ম্যাচ যা পেনাল্টি শুটআউটে যেতে পারে, তবে আমরা এ নিয়ে ভাবছি না, আমরা মূল ম্যাচেই জিততে চাই।”