অধিনায়ককে নিয়ে শঙ্কার মাঝেই ভারতকে হারানোর আশা বাংলাদেশের

অধিনায়ক শামসুন্নাহার জুনিয়রের মাথায় চোট পাওয়ার কথা জানালেন বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Feb 2023, 04:10 PM
Updated : 3 Feb 2023, 04:10 PM

নেপালের বিপক্ষে স্বস্তির জয়ের মাঝেই অস্বস্তির কাঁটা হয়ে আছে অধিনায়ক শামসুন্নাহারের চোট। দুই দিন পরই আবার মাঠে নামতে হবে, প্রতিপক্ষ শক্তিশালী ভারত। বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন অবশ্য আশাবাদী, ভারতকে হারানোর মিশনে পাবেন শামসুন্নাহারকে।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শুক্রবার নেপালকে ৩-১ গোলে হারায় বাংলাদেশ। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে রোববার রাউন্ড রবিন লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে দল।

নেপাল ম্যাচে প্রথমার্ধের শেষ দিকে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের চার্জে মাঠে লুটিয়ে পড়েন শামসুন্নাহার। পরে আর খেলা চালিয়ে যেতে পারেননি তিনি। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে ছোটন জানান, অধিনায়ক মাথায় চোট পেয়েছেন। তাকে নেওয়া হয়েছে হাসপাতালে।

“ও মাথায় ব্যথা পেয়েছে। বেশ কিছুক্ষণ কিছু মনে করতে পারছিল না। আস্তে আস্তে সবকিছু মনে করতে পারছে। ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হচ্ছে পরীক্ষা করার জন্য। আশা করি, চোট গুরুতর নয়।”

রাউন্ড রবিন লিগে সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া দুই দল খেলবে ফাইনাল। চার দল নিয়ে হওয়া এবারের প্রতিযোগিতায় জয়ে শুরু করায় সে পথে অনেকটাই এগিয়ে গেছে বাংলাদেশ। পরের প্রতিপক্ষ ভারতকে শক্তিশালী মানলেও ছোটন আস্থা রাখছেন শিষ্যদের উপর।

“আজকে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা খেলা ছিল। জেতা দরকার ছিল। জয় পাওয়ার কারণে মেয়েদের ধন্যবাদ জানাই। এখনই ফাইনাল নিয়ে ভাবছি না। আগেও বলেছি, আমার লক্ষ্য ম্যাচ বাই ম্যাচ খেলা। জয়লাভ করা। প্রথম লক্ষ্য মেয়েরা পূরণ করতে পেরেছে। আশা করি, আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারব।”

“ভারত এই অঞ্চলে (ফুটবলে) ৫০ বছর ধরেই শক্তিশালী। কিন্তু আমাদের মেয়েরা আগেও অনূর্ধ্ব-১৫, ১৮, ১৯ বয়সভিত্তিক পর্যায়ে মুখোমুখি হয়েছে। তাদের বিপক্ষে ভালো ফুটবল খেলার এবং জয়ের রেকর্ডও আছে। আশা করি, ভারতের বিপক্ষে ম্যাচটিও ভালো একটা ম্যাচ হবে এবং আমরা জয়ের জন্য মাঠে নামব।”

হারের পর নেপাল কোচ প্রসাদ গুরং টার্ফ, সেলাই করা বল বাদ দিয়ে সেলাই ছাড়া বল দিয়ে খেলা নিয়ে অভিযোগ করলেন। তবে শেষ পর্যন্ত হারের কারণ হিসেবে বললেন, শুরুতেই গোল হজম করা ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট।

“আমাদের খেলোয়াড়রা গোছাল ছিল না। ওরা দুই মিনিটের মাথায় গোল পেল। এরপর আরেকটি গোল হজম করলাম। দ্বিতীয়ার্ধে আমরা ভালো খেলেছি। আমি মনে করি টার্নিং পয়েন্ট হচ্ছে প্রথম গোল। আমরা নার্ভাস ছিলাম না। সমস্যা ছিল, আমরা গোছালো ছিলাম না।”