একটু একটু করে এগিয়ে আসছে তিন জাতি ফুটবল টুর্নামেন্টের দিনক্ষণ। সৌদি আরবের ক্যাম্পে বাংলাদেশ জাতীয় ফুটবল দলও প্রস্তুতি নিচ্ছে আঁটঘাট বেঁধে। জামাল-সোহেলরা দুটি প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষও পেয়ে গেছে। সৌদি আরবের প্রথম বিভাগের দল ওহুদ একাদশ ও আফ্রিকার দল মালাবির বিপক্ষে ম্যাচ দুটি খেলবে বাংলাদেশ।
আগামী ২২ মার্চ সিলেটে শুরু হবে তিন জাতি ফুটবল টুর্নামেন্ট। স্বাগতিক বাংলাদেশ খেলবে ব্রুনাই দারুস সালাম ও সিশেলসের বিপক্ষে। এই প্রতিযোগিতা সামনে রেখে সৌদি আরবে ক্যাম্প করছেন হাভিয়ের কাবরেরার দল।
বৃহস্পতিবার তৃতীয় দিনের প্রস্তুতি সেরেছে বাংলাদেশ। প্রস্তুতির ফাঁকে বাফুফের মাধ্যমে পাঠানো ভিডিও বার্তায় দুই প্রতিপক্ষ নিয়ে বলেছেন জাতীয় দলের টিম ম্যানেজার ইকবাল হোসেন।
“এখানকার আবহাওয়া খুবই চমৎকার। সুযোগ-সুবিধাদি অসাধারণ। আসছে ত্রিদেশীয় টুর্নামেন্টের জন্য আমরা সৌদিতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলব। সৌদি আরবের প্রথম বিভাগের দল ওহুদ একাদশ ও মালাবির সাথে। দক্ষিণ আফ্রিকার দল মালাবি, ওরা সৌদিতেই আছে এ মুহূর্তে।”
“১১ মার্চ ওহুদ ও ১৫ মার্চ মালাবির বিপক্ষে খেলব আমরা। ওহুদ মদিনার শীর্ষ পর্যায়ের দল। যেহেতু এগুলো আমাদের প্রস্তুতি শুরুর ম্যাচ, এই ম্যাচগুলো ক্লোজ ডোর হবে। আশা করি, আমাদের খেলোয়াড়রা এই দুই ম্যাচে ভালো করে ত্রিদেশীয় টুর্নামেন্টের জন্য প্রস্তুতি সেরে নিবে।”
২০২০ সালে বঙ্গবন্ধু গোল্ডকাপ খেলতে বাংলাদেশে এসেছিল সিশেলস। সেবার ফিলিস্তিনের কাছে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় তারা। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে ১৯৯তম দলটির বিপক্ষে প্রথম ও সবশেষ ২০২১ সালে শ্রীলঙ্কায় মাহিন্দা রাজাপাকসে টুর্নামেন্টে দেখা হয়েছিল বাংলাদেশের, ১-১ ড্র হয়েছিল ম্যাচটি। ফিফার বর্তমান র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ১৯২তম স্থানে রয়েছে। বাংলাদেশের চেয়ে দুই ধাপ এগিয়ে ব্রুনাই।
গত বছর সেপ্টেম্বরে সবশেষ মাঠে নেমেছিল বাংলাদেশ জাতীয় দল। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিক নেপালের বিপক্ষে ওই প্রীতি ম্যাচে ৩-১ গোলে হেরেছিল বাংলাদেশ।