ইংলিশ ফুটবল
প্রতিকূল আবহাওয়ায় দ্বিতীয় স্তরের দুটি ম্যাচও স্থগিত করা হয়েছে।
Published : 07 Dec 2024, 05:17 PM
প্রতিকূল আবহাওয়ায় মাঠে গড়াচ্ছে না এভারটনের বিপক্ষে লিভারপুলের প্রিমিয়ার লিগের ম্যাচটি। দুই দলের লড়াইটি স্থগিত করার কথা নিশ্চিত করেছে স্বাগতিক এভারটন।
গুডিসন পার্কে শনিবার মার্সিসাইড ডার্বিতে মুখোমুখি হওয়ার কথা ছিল লিভারপুল ও এভারটনের। কিন্তু ঝড় ডারার কারণে এদিন ইংল্যান্ডের শীর্ষ প্রতিযোগিতার ম্যাচটি না খেলার সিদ্ধান্ত নেয় দুই ক্লাব।
এভারটন বিবৃতিতে জানিয়েছে, উভয় ক্লাবের কর্মকর্তাদের পাশাপাশি মার্সিসাইড পুলিশ এবং লিভারপুল সিটি কাউন্সিলের প্রতিনিধিদের উপস্থিতিতে একটি সভা হয়। সেখানেই নিরাপত্তা ও সুরক্ষার কথা চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া হয়।
আবহাওয়ার উন্নতি না হওয়ায় এই এলাকায় বসবাসকারীদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শও দিয়েছে মার্সিসাইড পুলিশ।
ম্যাচটির নতুন সূচি যথাসময়ে ঘোষণা করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ঝড়ের কারণে শনিবার অনুষ্ঠেয় দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচও শুক্রবার স্থগিত করা হয়।
আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে জিরোনার মুখোমুখি হবে লিভারপুল। আগামী শনিবার লিগ ম্যাচে এভারটন খেলবে আর্সেনালের বিপক্ষে।