ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ
ইতালি ম্যাচ জয়ের পর স্পেনের খেলোয়াড়দের বাহবা দিয়েছেন দেশটির রাজা কিং ফেলিপে।
Published : 21 Jun 2024, 08:01 PM
ইতালিকে হারিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শেষ ষোলোয় ওঠার উৎসব তখন চলছে। স্পেনের রাজা কিং ফেলিপেও যোগ দিলেন সেই আনন্দোৎসবে। মোরাতা-ইয়ামালদের বাহবা দিয়ে বললেন, এভাবে ছুটতে থাকলে উৎসব করবে স্পেন।
প্রতিযোগিতার তিনবারের চ্যাম্পিয়ন স্পেন বৃহস্পতিবারের এই ম্যাচে আক্রমণে একচেটিয়া আধিপত্য করলেও স্কোরলাইনে তা ফুটিয়ে তুলতে পারেনি, শিরোপাধারী ইতালির আত্মঘাতী গোলের সুবাদে ১-০ ব্যবধানে জেতে লুইস দে লা ফুয়েন্তের দল। এর আগে তারা আসর শুরু করেছিল ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে।
জার্মানির পশ্চিমের শহর গেলসেনকিরশেনে ইতালির বিপক্ষে ম্যাচে গ্যালারিতে ছিলেন কিং ফেলিপে। শেষের বাঁশি বাজার পর স্পেনের রাজা খেলোয়াড়দের প্রশংসা করেন দৃষ্টিনন্দন ফুটবল উপহার দেওয়ার জন্য।
“যদি তোমরা এভাবে খেলতে থাকো, তাহলে উৎসব হবে।”
ইউরোয় তিন শিরোপার সবশেষটি স্পেন জিতেছিল ২০১২ সালে। এরপর ‘লা রোজা’ খ্যাত দলটি আর কখনও উঠতে পারেনি ফাইনালের মঞ্চে।
এবারের স্পেন দলটি কৌশল বদলে দুর্বার গতিতে ছুটছে। টানা দুই জয়ে ‘বি’ গ্রুপের টেবিলে শীর্ষে থেকে নিশ্চিত করেছে শেষ ষোলোয় খেলা। তাতে দে লা ফুয়েন্তের দল নিয়ে আশাবাদী হয়ে উঠছেন কিছুদিন আগেও সংশয়ে থাকা এল মুন্দো পত্রিকার ক্রীড়া সম্পাদক ইনাকো দিয়াস-গুয়েরা।
“দুই সপ্তাহ আগেও আমি ভেবেছিলাম স্পেনের পক্ষে এবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জেতা অসম্ভব। কিন্তু এখন এমনকি আমারও মনে হচ্ছে, এটা সম্ভব হতে পারে।”
আগামী সোমবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আলবেনিয়ার মুখোমুখি হবে স্পেন।