ফরাসি ফুটবল
বিশেষ করে ম্যাচ শেষে ঘটা করে সাংবাদিকদের সঙ্গে এই কথা বলার বিষয়টা এড়াতে পারলে খুশি হতেন স্প্যানিশ কোচ লুইস এনরিকে।
Published : 27 Sep 2024, 07:24 PM
দলের পারফরম্যান্স নিয়ে প্রায় সবসময়ই কথা বলতে হয় লুইস এনরিকের। জবাব দিতে হয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের। এটা অবশ্য তার পেশাগত দায়িত্বেরই অংশ। তবে, কোচিং ক্যারিয়ারের এই পর্যায়ে এসে এখন আর এসব উপভোগ করেন না তিনি। পিএসজির কোচ বললেন, সুযোগ থাকলে বেতনের অর্ধেক ছেড়ে দিয়ে হলেও সংবাদ সম্মেলন এড়িয়ে যেতেন তিনি।
এবারের মৌসুমে এখন পর্যন্ত ভালো অবস্থায় আছে পিএসজি। লিগ আঁয় পাঁচ ম্যাচ খেলে এখনও হারেনি তারা; জয় চারটি ও ড্র একটি। ১৩ পয়েন্ট নিয়ে টেবিলে আছে শীর্ষে। যদিও তাদের সমান পয়েন্ট দুইয়ে থাকা মার্সেই ও মোনাকোর।
চ্যাম্পিয়ন্স লিগেও শুরুটা ভালো হয়েছে ফরাসি ক্লাবটির। জিরোনাকে ১-০ গোলে হারিয়েছে তারা। সব মিলিয়ে, পিএসজিতে সময়টা ভালোই কাটছে ৫৪ বছর বয়সী এনরিকের।
পিএসজির পরের ম্যাচ লিগ আঁয়; শুক্রবার স্তাদ রেনের মুখোমুখি হবে তারা। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আসা নিয়ে অনীহা প্রকাশ করলেন স্প্যানিশ এই কোচ।
“আপনাদের (সাংবাদিক) সঙ্গে আমি অনেক মজা করি, এটা সত্যি। আমি কখনো সংবাদ সম্মেলন সংক্ষিপ্ত করিনি। কথা বলতে আমি পছন্দ করি...তবে আমার যদি সুযোগ থাকত এবং এই মুহূর্তে যদি একটি কাগজে স্বাক্ষর করতে পারতাম, যেখানে লেখা থাকবে আমি আর সাংবাদিকদের সঙ্গে কথা বলব না এবং এর জন্য ২৫ শতাংশ, এমনকি ৫০ শতাংশ বেতন কেটে নেওয়া হবে, তাহলেও আমি তাতে স্বাক্ষর করতাম।”
“তবে আমার মনে হয়, এটা অসম্ভব। কারণ ক্লাবগুলো যে চুক্তিতে স্বাক্ষর করেছে, তাতে কোচের কথা বলার দাবি রয়েছে। আমার ভালো সময় কাটছে, তবে যদি এটা এড়াতে পারতাম, সেটাই করতাম; বিশেষ করে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলন, কারণ কিছু জিনিস মেনে নেওয়ার মতো শক্তি আমার নেই।”