দাপুটে জয় দিয়ে দাবা অলিম্পিয়াডে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। উন্মুক্ত ও মহিলা-দুই বিভাগে তানজানিয়াকে উড়িয়ে দিয়েছেন জিয়াউর রহমান-শারমীন সুলাতানা শিরিনরা।
ভারতের চেন্নাইয়ে মহাবালিপুরামে শুক্রবার উন্মুক্ত বিভাগের প্রথম রাউন্ডে ৪-০ গেম পয়েন্ট তানজানিয়াকে হারায় বাংলাদেশ। মহিলা বিভাগেও তাদেরকে একই ব্যবধানে হারায় তারা।
ওপেন বিভাগে গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন, ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া, গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ ও ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ খেলেন।
মহিলা বিভাগে মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার শারমীন সুলতানা শিরিন, মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম, মহিলা ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌস ও উম্মে তাসলিমা প্রতিভা তালুকদার অংশ নেন।
শনিবার দ্বিতীয় রাউন্ডের খেলায় ওপেন বিভাগে বাংলাদেশ হাঙ্গেরির বিপক্ষে এবং মহিলা বিভাগে ইতালির বিপক্ষে খেলবে।
উন্মুক্ত বিভাগে ১৮২ টি দেশের ১৮৪ টি দল অংশ নিচ্ছে। মহিলা বিভাগে ১৫৪ টি দেশের ১৫৬ টি দল অংশগ্রহণ করছে।