সেভিয়ার একটি হাসপাতালে চলছে পিএসজির এই স্প্যানিশ গোলরক্ষকের চিকিৎসা।
Published : 20 Jun 2023, 05:22 PM
ঘোড়ার পিঠ থেকে পড়ে মারাত্মক আঘাত পাওয়া সের্হিও রিকোকে নিয়ে স্বস্তির সংবাদ দিয়েছেন তার স্ত্রী আলবা সিলভা। এতদিন কোমায় থাকা পিএসজির এই স্প্যানিশ গোলরক্ষক এখন সেরে উঠেছেন।
সেভিয়ার একটি হাসপাতালে চিকিৎসা চলছে ২৯ বছর বয়সী রিকোর। সেখানেই সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তার কোমা থেকে ফেরার কথা জানান আলবা।
“আমি প্রথম থেকেই জানতাম, সে এটা কাটিয়ে উঠবে, কারণ সে একজন চ্যাম্পিয়ন… এরই মধ্যে আমরা ভালো কিছু দেখছি।”
গত মে মাসে এই দুর্ঘটনায় পড়েন রিকো। সে সময় স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, স্পেনের ওয়েলভার এল রোসিও অঞ্চলে ঘোড়ার পিঠে থাকা অবস্থায় নিয়ন্ত্রণহীন আরেকটি ঘোড়ার সঙ্গে সংঘর্ষ হয় তার। এতে ঘোড়ার পিঠ থেকে বেকায়দায় পড়ে যান রিকো।
পরে তাকে হেলিকপ্টারে করে সেভিয়ার একটি হাসপাতালে নেওয়া হয়। ‘গুরুতর অবস্থায়’ রাখা হয় ইনটেনসিভ কেয়ারে। এরপর কোমায় চলে যান তিনি।
সেভিয়া থেকে ২০১৯ সালে পিএসজিতে যোগ দেন রিকো। এখন পর্যন্ত ফরাসি চ্যাম্পিয়নদের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৪ ম্যাচ খেলেছেন তিনি।