এফএ কাপ
দ্বিতীয় স্তরের ক্লাব প্লাইমাউথের বিপক্ষে হেরে এফএ কাপ থেকে ছিটকে গেল আর্না স্লটের দল।
Published : 10 Feb 2025, 01:07 AM
দারুণ ছন্দে এগিয়ে চলার মাঝে মৌসুমের দ্বিতীয়ভাগে এসে সবচেয়ে বড় ধাক্কাটি খেল লিভারপুল। দ্বিতীয় স্তরের ক্লাব প্লাইমাউথের বিপক্ষে হেরে এফএ কাপ থেকে ছিটকে গেল আর্না স্লটের দল।
দুদিন আগেই লিগ কাপে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে প্রথম লেগে হারের ধাক্কা কাটিয়ে, অসাধারণ পারফরম্যান্স উপহার দিয়ে ফাইনালে পা রাখে লিভারপুল। সেই তারাই এবার ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তরের লিগ চ্যাম্পিয়নশিপের তলানির দল প্লাইমাউথের বিপক্ষে হেরে এফএ কাপের চতুর্থ রাউন্ড থেকে বিদায় নিল।
গত বৃহস্পতিবার টটেনহ্যামের বিপক্ষে ৪-০ গোলে জেতা লিগ কাপের ম্যাচের দল থেকে ১০টি পরিবর্তন এনে একাদশ সাজান লিভারপুল কোচ।
তাতে প্লাইমাউথের হোম পার্কে নিজেদেরকে সেরা রূপে মেলে ধরতে না পারলেও, বল দখলে একচেটিয়া আধিপত্য করে লিভারপুল। গোলের জন্য শটও বেশি নেয় তারা; কিন্তু কাঙ্ক্ষিত জালের দেখা পায়নি প্রিমিয়ার লিগ টেবিলে শীর্ষে থাকা দলটি।
দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে লিভারপুলের ডি-বক্সে তাদের তরুণ মিডফিল্ডার হার্ভি এলিয়টের হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ওই স্পট কিকে ব্যবধান গড়ে দেন স্কটল্যান্ডের ফরোয়ার্ড রায়ান হার্ডি।
কিছুক্ষণ পর দ্বিতীয় গোলও পেতে পারতেন হার্ডি। তবে তার প্রচেষ্টা কোনোমতে আটকে দেন লিভারপুল গোলরক্ষক কুইভিন কেলেহার, বল তার হাত ছুঁয়ে পোস্টে লাগায় ওই যাত্রায় বেঁচে যায় দলটি।
শেষ দিকে কিছুটা চাপ বাড়ায় লিভারপুল। দারুণ দুটি সুযোগও পায় তারা। কিন্তু দিয়োগো জটার শট দারুণ নৈপুণ্যে আটকে দেওয়ার পর, দারউইন নুনেসের হেডও অবিশ্বাস্যভাবে ঠেকিয়ে দলকে স্মরণীয় জয় এনে দেন গোলরক্ষক কনর হ্যাজার্ড। অবিশ্বাস্য এক অঘটনের সাক্ষী হয় হোম পার্কে উপস্থিত হাজারো দর্শক ও লাখো ফুটবলপ্রেমী।