ইংলিশ ফুটবল
জোর করে হলেও বুকায়ো সাকাকে ছুটিতে পাঠাতে চান আর্সেনাল কোচ মিকেল আর্তেতা।
Published : 18 Jan 2025, 02:02 PM
একটু ছুটির খোঁজে হাপিত্যেশ করে মরছেন কত পেশাজীবী। সেখানে বুকায়ো সাকাকে জোর করে হলেও ছুটিতে পাঠাতে মরিয়া মিকেল আর্তেতা। আর্সেনাল কোচের ভাবনাটা পরিষ্কার। চোটের কারণে মাঠের বাইরে থাকা ফুটবলারকে তরতাজা দেখতে চান তিনি।
চোটের কারণে মাস খানেক ধরে মাঠের বাইরে সাকা। অন্তত মার্চের আগে তার ফেরার সম্ভাবনা সামান্যই। ফেরার লড়াইয়ে পুনবার্সন প্রক্রিয়া চলছে এই উইঙ্গারের। শারীরিকভাবে এই প্রক্রিয়া ক্লান্তিকর তো বটেই, মানসিকভাবেও খুব একঘেয়ে ও ক্লান্তিকর।
এই সুযোগে ফুটবল থেকে কিছুদিন তার বাইরে থাকা উচিত কি না, এই প্রশ্নে শুক্রবার আর্তেতা যেন আরও লাফিয়ে উঠলেন।
“হ্যাঁ, অবশ্যই তার (ছুটিতে) যাওয়া উচিত। সে যেতে বাধ্য। বান্ধবীর সঙ্গে যাবে নাকি পরিবার, নাকি একাই, সেটা সে ঠিক করতে পারে। তবে কিছুদিনের জন্য দূরে গিয়ে তার ফুরফুরে হয়ে আসা উচিত। এরপরও পুনর্বাসন নিয়ে অনেক কিছু সে করতে পারে, কারণ এটিই উপযুক্ত সময়। এটা তাকে আরও ভালো করে তুলবে।”
আর্সেনাল কোচের মতে, ফুটবলারদের সেরা চেহারায় পেতে তাদের মানসিক স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখা জরুরি।
“প্রতিটি দিন সতীর্থদের সঙ্গে থাকতে হচ্ছে তাকে। তবে সবকিছুরই সময় আছে। বিশেষ করে, সামনে বেশ কিছু দিন আমরা বাইরেই থাকব।”
“তার এটা করা প্রয়োজন (ছুটি কাটানো)। তার জন্য এটা খুব জরুরি। ফুটবলারদের দেখভাল করতে হবে আমাদের।”
গত ২১ ডিসেম্বর ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন ২৩ বছর বয়সী এই উইঙ্গার। চোটের কারণে এরপর গাব্রিয়েল জেসুসকেও হারায় আর্সেনাল। একই কারণে বাইরে আছেন ডিফেন্ডার বেন হোয়াইটও। এই সময়টায় লিগ কাপে নিউক্যাসল ইউনাইটেডের কাছে হেরেছে আর্সেনাল, এফএ কাপে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে। ইংলিশ প্রিমিয়ার লিগের সবশেষ ম্যাচে অবশ্য তারা ২-১ গোলে হারিয়েছে টটেনহ্যাম হটস্পারকে।