উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপ
উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখা বাংলাদেশ দলের হাতে এই অর্থ পুরস্কারের চেক তুলে দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
Published : 31 Oct 2024, 08:01 PM
উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে দেশে ফেরা বাংলাদেশ দলকে বড় অঙ্কের আর্থিক পুরস্কার দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বাফুফে ভবনে দলের অধিনায়ক সাবিনা খাতুনের হাতে এক কোটি টাকার পুরস্কারের চেক তুলে দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে বুধবার রোমাঞ্চ-উত্তেজনায় ঠাসা ফাইনালে স্বাগতিকদের ২-১ গোলে হারায় বাংলাদেশ। ধরে রাখে তারা ২০২২ সালে জেতা দক্ষিণ এশিয়ান ফুটবল শ্রেষ্ঠত্বের মুকুট।
পরদিন দুপুরে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান বাংলাদেশের মেয়েরা। তাদের ফুল দিয়ে বরণ করা হয় বিমানবন্দরে। সাবিনা-ঋতুপর্ণাদের জন্য এবারও ছাদখোলা বাসের ব্যবস্থা করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বিমানবন্দরে থেকে সেই ছাদখোলা বাসে করে তাদের নিয়ে যাওয়া হয় বাফুফে ভবনে, সেখানে দেওয়া হবে সংবর্ধনা। আর সেই অনুষ্ঠানেই নারী দলের অধিনায়ক সাবিনা খাতুনের হাতে চেক তুলে দেন আসিফ। পাশেই দাঁড়িয়ে ছিলেন কোচ পিটার জেমস বাটলার।
ঋতুপর্ণা চাকমার শেষ সময়ের গোলে সাফের শিরোপা ধরে রাখা নিশ্চিত হওয়ার কিছুক্ষণ পরই ফুটবল দলকে অভিনন্দন জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পরে আর্থিক পুরস্কারের ঘোষণাও দেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সেদিনই জানানো হয় অঙ্কটা ২০ লাখ টাকা।
বছর দুয়েক আগে সাফের প্রথম শিরোপা জেতার পর ৫০ লাখ টাকা অর্থ পুরস্কার দিয়েছিল নাজমুল হাসানের তৎকালীন বোর্ড।