ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ
রোমানিয়ার বিপক্ষে বেলজিয়ামের জয়ের পর অবসরের কথা শুনিয়ে দিয়ে সবাইকে চমকে দেন অভিজ্ঞ এই মিডফিল্ডার।
Published : 23 Jun 2024, 12:52 PM
উচ্ছ্বাসমুখর পরিবেশটা হঠাৎই হয়ে গেল থমথমে। কেভিন ডে ব্রুইনের কণ্ঠে অবসরের ইঙ্গিত! রোমানিয়ার বিপক্ষে জয়ের পর যেন বোমা ফাটালেন বেলজিয়াম অধিনায়ক। আচমকা তার এমন কথা শুনে হতভম্ব সংবাদকর্মীরাও। পরিস্থিতিটা বুঝতে পেরে আবার তা স্বাভাবিক করে তুললেন ডে ব্রুইনে নিজেই। অভিজ্ঞ মিডফিল্ডার বললেন, আসলে অবসর নিয়ে এখনও কিছুই ভাবেননি তিনি।
স্লোভাকিয়ার বিপক্ষে হার দিয়ে টুর্নামেন্ট শুরুর পর প্রচণ্ড চাপে পড়ে গিয়েছিল বেলজিয়াম। সেখান থেকে কিছুটা স্বস্তিরে আবহে ফিরতে পেরেছে তারা। ইউরোর ‘ই’ গ্রুপের ম্যাচে তারা শনিবার ২-০ গোলে হারিয়েছে রোমানিয়াকে।
কোলনে ম্যাচের দ্বিতীয় মিনিটেই ইউরি টিয়েলেমান্স এগিয়ে দন বেলজিয়ামকে। ৭৯তম মিনিটে ডে ব্রুইনের গোলে নিশ্চিত হয় দলের জয়। বেলজিয়ামের হয়ে তার ২৮তম গোল এটি।
ম্যাচের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে উচ্ছ্বসিত প্রতিক্রিয়াই জানাচ্ছিলেন ডে ব্রুইনে। এর মধ্যেই হুট করে এক জায়গায় বলেন, “যখন আমি দল থেকে বিদায় নেব, তখন ওদের ওপরই নির্ভর করতে হবে নিজেদের শক্তিতে এগিয়ে চলার…।”
তার কথা শুনে হুট করেই পিনপতন নীরবতা নেমে আসে সেখানে। পরস্পর মুখ চাওয়া, চোখ কপালে ওঠার পালা চলতে থাকে। সবাই বোঝার চেষ্টা করেন, আসলেই অবসরের আভাস দিচ্ছেন কি না ডে ব্রুইনে। ৩২ বছর বয়সী ফুটবলার নিজেও অনুধাবন করতে পারেন, তার কথার ব্যাখ্যা অনেক রকম হতে পারে। বুঝতে পেরেই দ্রুত আবার খোলাসা করেন তার বক্তব্য।
“আমি আসলে বোঝাতে চাইছিলাম যে, অনেক তরুণ ছেলে উঠে আসছে। গত ১০ বছর ধরে এই দলের হয়ে খেলছি এবং তরুণদের সঙ্গে ভাগাভাগি করার মতো অভিজ্ঞতা আমার আছে। তবে আমার পথের শেষ এখানেই কি না, তা নিয়ে এখনও কিছু ভাবিনি।”
“কখন আমার পথচলা থামবে বা কখন অবসর নেব, এসব নিয়ে ভাবতে আমার ভালো লাগে না।”
প্রথম ম্যাচে পরাজয়ের পর দল যে কোণঠাসা অবস্থায় ছিল, তা স্বীকার করেছেন তিনি। ম্যাচ-সেরা হয়ে এই মিডফিল্ডার শোনালেন স্বস্তির কথা।
“আমরা প্রচণ্ড চাপে ছিলাম। সেই চাপ উড়িয়ে দিতে চাই মরিয়া ছিলাম। আমার স্রেফ প্রয়োজন ছিল বলে স্পর্শ করা (গোলটির ক্ষেত্রে)।
স্বস্তি ফিরেছে কোচ দমিনিকো তেদেসকোর মনেও। ডে ব্রুইনের প্রশংসায় তিনি পঞ্চমুখ, দলের অন্যদের মানসিকতা নিয়েও সন্তুষ্ট কোচ।
“সবাই বলছে, এতটা খুশি সে (ডে ব্রুইনে) আগে কখনোই হয়নি! খুবই ইতিবাচক ব্যাপার এটি এবং তা অনুভব করতে পারছে সবাই। এটা খুবই ভালো ব্যাপার যে, ছেলেরা সবাই এখন এরকম চনমনে মানসিকতায় আছে।”
গ্রুপ পর্বে বেলজিয়ামের শেষ ম্যাচ আগামী বুধবার ইউক্রেইনের বিপক্ষে।