আর্জেন্টিনার ক্লাব ইন্দেপেন্দিয়েন্তের দায়িত্ব নিচ্ছেন দেশটির সাবেক এই ফরোয়ার্ড।
Published : 22 Aug 2023, 06:38 PM
প্রায় এক বছর পর কোচিংয়ে ফিরছেন কার্লোস তেভেস। আর্জেন্টিনার ক্লাব ইন্দেপেন্দিয়েন্তের দায়িত্ব নিচ্ছেন দেশটির সাবেক এই ফরোয়ার্ড।
দলের টানা বাজে পারফরম্যান্সে গত রোববার ইন্দেপেন্দিয়েন্তের কোচের পদ থেকে সরে দাঁড়ান রিকার্দো জেলিনস্কি। তার স্থলাভিষিক্ত হচ্ছেন তেভেস।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার চুক্তিতে সই করার কথা ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই ফুটবলারের।
২০২২ সালের জুনে খেলোয়াড়ি জীবনের ইতি টানার পরপরই আর্জেন্টিনার ক্লাব রোসারিও সেন্ট্রালের দায়িত্ব নিয়ে কোচিং শুরু করেন তেভেস। তবে পাঁচ মাসের মাথায় পদত্যাগ করেন তিনি।
দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে ওই সময়ে তেভেস বলেছিলেন, ক্লাবের সভাপতি নির্বাচনের প্রচারণায় প্রার্থীরা তার নাম ব্যবহার করায় তিনি অসন্তুষ্ট।
খেলোয়াড়ি জীবনে ম্যানচেস্টারের দুই ক্লাব ছাড়াও ইউভেন্তুস, বোকা জুনিয়র্স-সহ আরও কয়েকটি ক্লাবের হয়ে খেলেন তেভেস। আর্জেন্টিনা জাতীয় দলে ২০০৪ সালে অভিষেকের পর থেকে প্রায় এক যুগের ক্যারিয়ারে ৭৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ১৩ গোল করেন তিনি।