স্প্যানিশ ফুটবল
ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে রেয়াল বেতিসের বিপক্ষে বিশ্রাম দেওয়ার পরিকল্পনা নেই হান্সি ফ্লিকের।
Published : 07 Dec 2024, 08:54 AM
এই মৌসুমে এখন পর্যন্ত বার্সেলোনার সব ম্যাচে খেলেছেন রাফিনিয়া। আগের ম্যাচে রবের্ত লেভানদোভস্কিকে যেমন বাইরে রেখেছিলেন, তেমনি এবার কি রাফিনিয়াকে বিশ্রাম দেবেন হান্সি ফ্লিক? বার্সেলোনা কোচের পরিষ্কার উত্তর, ফিট থাকলে প্রতিটি ম্যাচেই খেলবেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
লা লিগায় গত রাউন্ডে মায়োর্কাকে ৫-১ গোলে হারায় বার্সেলোনা। ওই ম্যাচে জোড়া গোল করেন দারুণ ছন্দে থাকা রাফিনিয়া।
এবারের লিগের সর্বোচ্চ স্কোরার লেভানদোভস্কিকে মায়োর্কার বিপক্ষে বিশ্রাম দিয়েছিলেন ফ্লিক। ওই ম্যাচের আগ পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে দলের ২০ ম্যাচের সবকটিতেই শুরুর একাদশে ছিলেন ৩৬ বছর বয়সী পোলিশ স্ট্রাইকার।
রাফিনিয়া এখন পর্যন্ত মৌসুমে দলের ২১ ম্যাচের সবগুলোতে খেলেছেন। ১৬ গোল করার পাশাপাশি অ্যাসিস্ট করেছেন তিনি ১০টি।
পরের লিগ ম্যাচে শনিবার রেয়াল বেতিসের মাঠে খেলবে বার্সেলোনা। আগের দিন সংবাদ সম্মেলনে ফ্লিক স্পষ্ট করেই বলেন, রাফিনিয়াকে এই ম্যাচে বিশ্রাম দেওয়ার কোনো পরিকল্পনা নেই তার।
“রাফাকে (রাফিনিয়া) আমাদের দরকার। যখন তাকে পাওয়া যাবে, সে খেলবে। যদি সে ৯০ মিনিটের জন্য প্রস্তুত থাকে, তাহলে সে ৯০ মিনিট খেলবে। লেভানদোভস্কির ক্ষেত্রেও তাই, সেও আগামীকাল (শনিবার) খেলবে।”
১৬ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে আছে বার্সেলোনা। ১৫ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে গতবারের চ্যাম্পিয়ন রেয়াল মাদ্রিদ।