চ্যাম্পিয়ন্স লিগ
তবে যতটুকু সম্ভাবনাই থাকুক, নিজেদের সবটা নিয়ে চেষ্টা করার প্রত্যয় জানালেন ম্যানচেস্টার সিটির কোচ।
Published : 17 Feb 2025, 08:10 PM
চ্যাম্পিয়ন্স লিগ থেকে আগেভাগে ছিটকে যাওয়ার চোখ রাঙানি ম্যানচেস্টার সিটির সামনে। ইংলিশ দলটির কোচ পেপ গুয়ার্দিওলাও খুব একটা আশার আলো দেখছেন না। স্প্যানিশ এই কোচ বাস্তবতা মেনে নিয়েই বলছেন, সান্তিয়াগো বের্নাবেউয়ে রেয়াল মাদ্রিদকে হারিয়ে তাদের পরের ধাপে যাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ।
শেষ ষোলোর প্লে-অফের প্রথম লেগে গত সপ্তাহে নিজেদের মাঠে ৮৫ মিনিট পর্যন্ত ২-১ গোলে এগিয়ে থেকেও নাটকীয়ভাবে ৩-২ ব্যবধানে হেরে যায় সিটি।
বের্নাবেউয়ে আগামী বুধবার হবে ফিরতি লেগ। সিটির সামনে কাজটা ভীষণ কঠিন। এই মাঠে সাত ম্যাচ খেলে যে কেবল একটিতে জিততে পেরেছে তারা, ২০২০ সালের ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে ২-১ গোলে।
বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের সাবেক কোচ গুয়ার্দিওলা স্বীকার করে নিলেন, বের্নাবেউয়ে পাহাড় ডিঙাতে হবে তাদের। তবে সম্ভাবনা কম থাকলেও নিজেদের সবটা নিয়ে চেষ্টা করার প্রত্যয় তার কণ্ঠে।
“এই অবস্থায় (৩-২ ব্যবধানে পিছিয়ে) বের্নাবেউয়ে জয়ের ব্যবধান… সবাই জানে, ম্যাচের আগে যদি জিজ্ঞেস করেন, পরের ধাপে যাওয়ার কত শতাংশ সম্ভাবনা আছে, বলব ১ শতাংশ অথবা জানি না কী বলব।”
“তবে আমাদের যতটুকু সম্ভাবনা আছে, আমরা চেষ্টা করব, এটা নিশ্চিত। সম্ভাবনা কম, কারণ (প্রথম লেগে) আমাদের ফলাফল ভালো ছিল না, পাঁচ মিনিট বাকি থাকতে ২-১ ব্যবধান ছিল, এমন কিছু থাকলে অন্যরকম হতো। কিন্তু ২-৩ ব্যবধানে সম্ভাবনা কম, তবে যতটুকু সম্ভাবনা থাকবে, আমরা তা কাজে লাগানোর চেষ্টা করব এবং তারপর দেখব কী হয়।”
২০১৬ সালে গুয়ার্দিওলা দায়িত্ব নেওয়ার পর সবচেয়ে বাজে মৌসুম পার করছে সিটি। সব প্রতিযোগিতা মিলিয়ে এরই মধ্যে ১২টি ম্যাচ হেরেছে তারা। প্রিমিয়ার লিগের গত চারবারের চ্যাম্পিয়নদের এবার শিরোপা ধরে রাখার সম্ভাবনা প্রায় শেষ হয়ে গেছে মৌসুমের মাঝপথেই। লিগ কাপে তাদের পথচলা থেমেছে চতুর্থ রাউন্ডে। এবার চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের শঙ্কা।