চ্যাম্পিয়ন্স লিগ
অবশ্য বার্সেলোনার প্রথম গোলটির সময় লামিনে ইয়ামালের পরিকল্পনা সফল হলে, এদিন তিনি যে রেকর্ড গড়েছেন সেটাই হয়তো হতো না।
Published : 12 Mar 2025, 04:12 PM
বেনফিকার বিপক্ষে তরুণ সতীর্থের যে পাস ধরে শুরুতেই বার্সেলোনাকে এগিয়ে নেন রাফিনিয়া, এখন জানা গেল গোলটির পেছনের গল্প। গোলটিতে দারুণ অবদান রাখায় প্রশংসায় ভাসা লামিনে ইয়ামাল নিজেই জানালেন আসলে গোলের জন্যই শট নিয়েছিলেন তিনি!
অলিম্পিক স্টেডিয়ামে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার ৩-১ ব্যবধানের জয়ে চমৎকার একটি গোল করে ও করিয়ে দারুণ এক রেকর্ড গড়েন ইয়ামাল। একাদশ মিনিটে প্রতিপক্ষের দুই খেলোয়াড়কে পরাস্ত করে বক্সের ডান দিক থেকে চমৎকার ক্রস দেন তিনি, আর দূরের পোস্টে ভলিতে বল জালে পাঠান রাফিনিয়া।
১৭ বছর ২৪১ দিন বয়সে খেলতে নেমে চ্যাম্পিয়ন্স লিগে একই ম্যাচে গোল ও অ্যাসিস্ট করা সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনিই।
ম্যাচ শেষে ইয়ামাল অবশ্য যা বললেন, প্রথম গোলটির সময় তার চাওয়া অনুযায়ী সবকিছু হলে রেকর্ডটি হয়তো হতো না।
“রাফিনিয়াকে আমার ধন্যবাদ দিতে হবে, কারণ আমি (গোলে) শট নেওয়ার চেষ্টা করেছিলাম, সেটাই তার জন্য পাস হয়ে যায়।”
পিছিয়ে পড়ার দুই মিনিট পরই সমতা টানেন বেনফিকার নিকোলাস ওতামেন্দি। এরপর, ডান দিকের সাইডলাইনে বল ধরে একজনকে কাটিয়ে আরও এগিয়ে, বক্সের মুখ থেকে বাঁকানো শটে ২৭তম মিনিটে দৃষ্টিনন্দন গোল করেন ২০২৪ সালের বর্ষসেরা তরুণ ফুটবলার।
২০২৪ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে ফ্রান্সের বিপক্ষেও অনেকটা একইভাবে গোল করেছিলেন ইয়ামাল। তার চোখেও দুটি গোলই প্রায় একইরকম।
“আমি সবসময় ওই শটের চেষ্টা করি এবং আজ সেটা হয়েছে।”
বেনফিকার বিপক্ষে দুই লেগ মিলিয়ে ৪-১ গোলে জিতে কোয়ার্টার-ফাইনালে উঠেছে বার্সেলোনা। সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে বরুশিয়া ডর্টমুন্ড অথবা লিলের মুখোমুখি হবে পাঁচবারের ইউরোপ চ্যাম্পিয়ন বার্সেলোনা।