সেই স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম ও প্রচেষ্টা চালিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়েছেন ইতালি প্রবাসী এই তরুণ ফরোয়ার্ড।
Published : 20 Mar 2025, 10:04 PM
ভারতের বিপক্ষে ম্যাচের জন্য বাংলাদেশের চূড়ান্ত দলে ইতালি প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলামের না থাকা নিয়ে কম জল ঘোলা হয়নি। এ যাত্রায় মূল দলে জায়গা না পেলেও সবকিছু শেষ হয়ে যায়নি বলেই মনে করেন তিনি। ভবিষ্যতে বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামার প্রত্যয় জানিয়েছেন ইতালির সেরি ডি’তে খেলা এই তরুণ ফরোয়ার্ড।
এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডে ভারতের বিপক্ষে ম্যাচের জন্য বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরার ৩৮ জনের প্রাথমিক দলে ছিলেন ফাহামিদুল। পরে ৩০ জনকে নিয়ে সৌদি আরবে কোচ ক্যাম্প শুরু করলে সেখানেও ছিলেন ১৭ বছর বয়সী এই ফুটবলার। একটি ‘ক্লোজড ডোর’ প্রীতি ম্যাচে তার হ্যাটট্রিক করার খবরও চাউর হয় সামাজিক মাধ্যমে।
কিন্তু বিপত্তির শুরু হয় সৌদি আরবের ক্যাম্প শেষ করে দল ঢাকায় ফেরার পর। ফাহামিদুলের প্রশংসা করলেও এই তরুণের ‘আরও সময় প্রয়োজন’ বলে তাকে দলের বাইরে রাখেন কাবরেরা। এতে ক্ষোভে ফেটে পড়েন সমর্থকরা। সামাজিক মাধ্যমে ক্ষোভ উগরে দিতে থাকেন তারা। বুধবার বাংলাদেশ দলের সংবাদ সম্মেলনের সময় প্রতিবাদ জানাতে হোটেলের বাইরে অবস্থান নেন সমর্থকরা। সিন্ডিকেটের’ কারণে ফাহামিদুল দলে জায়গা পাননি, এমন অভিযোগ তোলেন তারা।
বিষয়টি নিয়ে এমনকি বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে কথা বলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৈঠকের পর ফাহামিদুল প্রসঙ্গে তিনি বলেন, যোগ্য খেলোয়াড়দের বঞ্চিত করার কোনো সুযোগ নেই।
দল থেকে বাদ পড়ার পর অবশেষে জানা গেল ফাহামিদুলের প্রতিক্রিয়া। বৃহস্পতিবার সামাজিক মাধ্যম ফেইসবুকে এক পোস্টে তিনি কৃতজ্ঞতা জানান সমর্থকদের প্রতি। একদিন লাল-সবুজের জার্সিতে মাঠে নামার স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম ও প্রচেষ্টা চালিয়ে যাওয়ার প্রত্যয়ও জানান এই তরুণ তুর্কি।
“আমি ফাহামিদুল ইসলাম, বাংলাদেশের সকল মানুষের ভালোবাসা, সমর্থন ও প্রেরণার জন্য সত্যিই আমি কৃতজ্ঞ। আমার প্রতি আপনাদের অটল বিশ্বাস আমার যাত্রাজুড়ে বড় ছাপ ফেলেছে এবং যারা আমার পাশে দাঁড়িয়েছেন, তাদের সকলের প্রতি আমি গভীরভাবে কৃতজ্ঞ।”
“আমি বাংলাদেশ ফুটবল দলের হয়ে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত এবার সবকিছু পরিকল্পনা অনুযায়ী হয়নি। তবে আমি বিশ্বাস করি, সবকিছুই কোনো একটি কারণে ঘটে এবং আমার যাত্রা এখনও শেষ হয়নি। ইনশাআল্লাহ, সৃষ্টিকর্তা যদি চান, একদিন আমি লাল-সবুজের জার্সি পরে মাঠে নামব, দেশ ও সমর্থকদের জন্য আমার সবকিছু উজাড় করে দেব। ততদিন পর্যন্ত, সেই স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম এবং প্রচেষ্টা চালিয়ে যাব।”